ইসরায়েলের হামলায় ইরানে অন্তত পাঁচশত প্রাণহানি


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৮:০৯ পিএম, ২৩শে জুন ২০২৫


ইসরায়েলের হামলায় ইরানে অন্তত পাঁচশত প্রাণহানি
ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলের হামলায় শুক্রবার (১৩ জুন) থেকে ইরানে এখন পর্যন্ত অন্তত ৫০০ জনের প্রাণহানি ঘটেছে। 


ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (২৩ জুন) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৫০০ জন মানুষ নিহত হয়েছেন। এছাড়া চলমান এই হামলায় আহত হয়েছেন আরও ৩ হাজারের বেশি মানুষ।


আরও পড়ুন: যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল, ইরানের কাছে প্রস্তাব


তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান বলেছে, নিহতের সংখ্যা সরকারিভাবে যা বলা হচ্ছে তার চেয়ে প্রায় দ্বিগুণ হবে।


এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া একে পোস্টে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেইন কারমানপোর বলেছেন, ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে অন্তত ১৩ শিশুও রয়েছে। তাদের মধ্যে সবচেয় কমবয়সী শিশুর বয়স ছিল মাত্র ২ মাস।


আরও পড়ুন: সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা


তিনি আরও বলেছেন, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৪৪ জন নারীও রয়েছেন। এই নারীদের মধ্যে দু’জন ছিলেন অন্তঃসত্ত্বা। ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন কারমানপোর। সূত্র: আল জাজিরা, বিবিসি।


এমএল/