প্রবাসীদের জন্য স্বস্তির খবর দিলো সৌদি


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৫


প্রবাসীদের জন্য স্বস্তির খবর দিলো সৌদি
ফাইল ছবি।

সৌদি আরবে অবস্থানরত ভিজিট ভিসাধারী প্রবাসীদের জন্য এসেছে স্বস্তির খবর।

দেশটির পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াযাত) নতুন এক নির্দেশনায় জানিয়েছে, যেসব ব্যক্তির ভিজিট ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, তারা অতিরিক্ত ৩০ দিনের সময়সীমার মধ্যে দেশ ত্যাগ করতে পারবেন—বৈধ প্রক্রিয়ার মাধ্যমে। গত বৃহস্পতিবার (২৬ জুন) থেকে এ সুযোগ চালু হয়েছে। যা হিজরি ক্যালেন্ডারে ১ মহররম। 


আরও পড়ুন: জাতিসংঘের পরমাণু সংস্থার বিরুদ্ধে ‘কঠিন’ ব্যবস্থা নিল ইরান


পাসপোর্ট অধিদপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, যেসব ভিজিট ভিসাধারীর সৌদি আরবে থাকার অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে, তারা নির্দিষ্ট ফি ও জরিমানা পরিশোধ করে চূড়ান্ত প্রস্থানের আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য প্রবাসীদের ৩০ দিনের একটি সময়সীমা দেওয়া হয়েছে।


যারা এই সুবিধা নিতে আগ্রহী তাদের ৩০ দিনের মধ্যে আবেদন শেষ করতে হবে। সময় শেষের আগেই আবেদন করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা হতে পারে বলে বিবৃতিতে জানানো হয়।


এর আগে সৌদি আরব পবিত্র হজ করতে আসা মুসল্লিদের উদ্দেশ্যে এক বিবৃতিতে বলেছিল, তাদের হজের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ছাড়তে হবে। এরপরই ঘোষণা এলো আবেদন করে ভিসার মেয়াদ আরও ৩০ দিন বৃদ্ধি করা যাবে। তবে তারা সুবিধাটি শুধু হজযাত্রীদের মধ্যে না রেখে সবার জন্য করেছে।


আরও পড়ুন: গাজায় অপুষ্টিতে ৬৬ শিশুর মৃত্যু


সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছিল, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ছাড়া শুধুমাত্র আইনি বাধ্যবাধকতা নয়, এটি সৌদির আইনের প্রতি শ্রদ্ধাও।


সূত্র: সৌদি গ্যাজেট


এসডি/