রাশিয়ার হামলায় ইউক্রেনের এফ-১৬ বিধ্বস্ত, পাইলট নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৫

রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে শনিবার (২৮ জুন) রাতে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের পাইলট নিহত হয়েছেন।
রবিবার (২৯ জুন) মধ্যরাতে ইউক্রেনজুড়ে প্রায় সাড়ে পাঁচশ ড্রোন ও মিসাইল দিয়ে হামলা করেছে রাশিয়া। এই হামলা প্রতিহত করতে গিয়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।
আরও পড়ুন: যে স্কুলের পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থী কাজও করে
যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কাছে অনেক তদবির করে আধুনিক এ যুদ্ধবিমান পেয়েছিল ইউক্রেন। যারমধ্যে এ পর্যন্ত তিনটি বিমান হারিয়েছে তারা। নিজেদের কাছে কতগুলো এফ-১৬ আছে সেটি কখনো স্পষ্ট করে জানায়নি ইউক্রেন।
যুদ্ধবিমান বিধ্বস্ত ও পাইলট নিহত হওয়ার ব্যাপারে ইউক্রেনের মিলিটারি এক বিবৃতিতে বলেছে, “শনিবার রাতে সাতটি আকাশ হামলা প্রতিহত করার পর, বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিশাল হামলা প্রতিহতের সময় প্রথম শ্রেণির পাইলট লেফটেনেন্ট কর্ণেল ম্যাকসিম উস্তিমেনকো নিহত হন। ১৯৯৩ সালে জন্ম নেওয়া এ পাইলট এফ-১৬ যুদ্ধবিমান চালাচ্ছিলেন।”
ইউক্রেনীয় গণমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ও হামলার শব্দ শোনা গেছে। যারমধ্যে দক্ষিণ মাইকোলাভ, দক্ষিণপূর্ব জাপোরিঝিয়া এবং পশ্চিম লভিভ রয়েছে।
আরও পড়ুন: প্রবাসীদের জন্য স্বস্তির খবর দিলো সৌদি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে এ বড় হামলা ও যুদ্ধবিমান ধ্বংসের তথ্য জানিয়েছিল। তবে বিমানের পাইলট নিহত হয়েছেন সেটি তিনি উল্লেখ করেননি।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর আগে ইউক্রেনের বিমানবাহিনী পুরোনো যুদ্ধবিমান ব্যবহার করত। কিন্তু রাশিয়ার সঙ্গে টক্কর দিতে তাদের কয়েকজন পাইলটকে আধুনিক বিমান চালানো শেখায় পশ্চিমারা। এ কারণে একজন পাইলটের মৃত্যুই তাদের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হয়। সূত্র: আলজাজিরা।
এমএল/