যে স্কুলের পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থী কাজও করে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৫

যুক্তরাজ্যের সুইনডেন শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ করোনা ভাইরাসের পর বাচ্চাদের স্কুলের প্রতি আরও বেশি আগ্রহী করে তোলার কথা ভাবছিল। সেই ভাবনা থেকে স্কুলের পঞ্চম শ্রেণির প্রতিটি শিক্ষার্থীকে তাদের নিজ নিজ আগ্রহ অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা এখন আগ্রহ নিয়ে প্রতিনিয়ত স্কুলে যাচ্ছে।
প্রতি সপ্তাহে একদিন স্কুল শেষে কিন্ডারগার্টেন শিক্ষক হিসেবে কাজ করে অলিভিয়া। এটি তার আইডিয়া ছিল। সে বাচ্চাদের সঙ্গে কারুশিল্প করতে পছন্দ করে, কিন্তু সে মজা করার জন্য আসেনি।
আরও পড়ুন: প্রবাসীদের জন্য স্বস্তির খবর দিলো সৌদি
সে বলছে, বড় হয়ে আমি নার্সারি শিক্ষক হতে চাই। তাই, আমি বলবো, এখানে ভালো অভিজ্ঞতা হচ্ছে। অ্যালেক্স এই স্কুলের একজন প্রযুক্তি বিশেষজ্ঞ।
সে ইউটিউব ভিডিও দেখে কোডিং শিখেছে, এমনকি তার নিজস্ব গেমও তৈরি করেছে। সে চায় ছোট ছাত্ররাও একই জিনিস শিখুক। অ্যালেক্স তাদের সাহায্য করে এবং সব ধরনের কম্পিউটার সমস্যার সমাধান করে।
অ্যালেক্স বলেছে, আমি তাদের সাহায্যও করি, বলি, তাদের আইপ্যাডে সমস্যা ছিল- অনেকটা এরর কোডের মতো, যা আমি ঠিক করতে পারি।
আরও পড়ুন: ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার টার্গেট ছিল ইরানের রাজনৈতিক বন্দিরাও
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এমন কাজের পিছনে ধারণা হলো, শুধু ক্লাস প্রতিনিধিদের নয়, প্রত্যেকেরই একটি বিশেষ কাজ থাকা উচিত। প্রত্যেক শিশু তাদের জন্য সবচেয়ে উপযুক্ত কাজটি করে থাকে।
প্রধান শিক্ষক লিসা ডেভিস জানান, কোভিডের পর ফিরে এসে আমরা বাচ্চাদের স্কুলের প্রতি আরও বেশি আগ্রহী করে তোলার কথা ভাবছিলাম। আমরা চেয়েছিলাম যে, তাদের প্রত্যেকে স্কুলে একটি দায়িত্ব থাকুক। বাচ্চারা গর্বিত এই কারণে যে, স্কুল এখন তাদের কাছে কর্মক্ষেত্রও।
এমএল/