Logo

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৫, ০৬:২৬
46Shares
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
ছবি: সংগৃহীত

আল-আকসা চত্বরের একাংশে ইহুদিদের উপাসনালয় সিনাগগ নির্মাণের দাবি করেছে তারা

বিজ্ঞাপন

পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে হামলা চালিয়েছে কয়েক ডজন ইসরায়েলি অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী। 

বৃহস্পতিবার (০৩ জুলাই) ইসরায়েলি ওই বসতি স্থাপনকারীরা চত্বরে অতর্কিত ঢুকে পড়ে বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে।

বিজ্ঞাপন

কাতার-ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা বলছে, এই বসতি স্থাপনকারীরা ইসরায়েলি নাগরিক। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তুলেছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার আওতায় মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছে ওই বসতি স্থাপনকারীরা।

বিজ্ঞাপন

মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত জেরুজালেমের আল-আকসা মসজিদ। ইসরায়েলের ইহুদি কর্তৃপক্ষের সঙ্গে সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের চুক্তি অনুযায়ী, আল-আকসা মসজিদ চত্বর কেবল মুসলিমদের থাকবে। জেরুজালের প্রধান রাব্বির দপ্তর থেকেও আল-আকসা চত্বরে ইহুদিদের উপাসনা নিষিদ্ধের কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের অর্থোডক্স ইহুদিরা এই নীতি মেনে চললেও দেশটিতে বাড়তে থাকা জাতীয়তাবাদী ইহুদি সম্প্রদায় এই নীতির বিরুদ্ধে অবস্থান নেন। আল-আকসা চত্বরের একাংশে ইহুদিদের উপাসনালয় সিনাগগ নির্মাণের দাবি করেছে তারা।

বিজ্ঞাপন

ফিলিস্তিনিরা এই দাবির তীব্র বিরোধী এবং এ নিয়ে আল-আকসায় বিভিন্ন সময়ে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলিদের মধ্যে সংঘাতও হয়েছে। সূত্র: আল জাজিরা।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD