‘থ্রি জিরো’ অর্জনে বিশ্ব মুসলিম নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৩৯ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫


‘থ্রি জিরো’ অর্জনে বিশ্ব মুসলিম নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান
ছবি: সংগৃৃহীত

শূন্য নিট কার্বন নিঃসরণসহ শূন্য দারিদ্র্য ও শূন্য বেকারত্ব লক্ষ্য অর্জনে (থ্রি জিরো) মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই লক্ষ্য অর্জনে আন্তরিক সামাজিক দায়বদ্ধতা এবং প্রকৃত সামাজিক ব্যবসা মডেলের চর্চার প্রতি গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই লক্ষ্য অর্জন করতে হলে প্রয়োজন আন্তরিক সামাজিক দায়বদ্ধতা এবং প্রকৃত সামাজিক ব্যবসা মডেলের চর্চা।


শনিবার (০৫ জুলাই) রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (আইএসবিএস) ২০২৫ এ ‘মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


রিজওয়ানা হাসান বলেন, আমরা মূল্যবোধের কথা বলি, কিন্তু সেটা কাজে লাগাই না- এটাই আজকের মূল সমস্যা। পরিবর্তনের জন্য নৈতিক আদর্শকে শুধু মুখে নয়, কাজে প্রয়োগ করতে হবে।


আরও পড়ুন: জুলাইয়ে শহীদ হতে না পারায় আফসোস আসিফ মাহমুদের


তিনি বলেন, আধুনিক পুঁজিবাদ সমাজ ও প্রকৃতির ওপর যে বিরূপ প্রভাব ফেলেছে, তা এখনই মোকাবিলা না করলে এই শতকের শেষে অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে এবং সভ্যতা বিলুপ্ত হবে।


তিনি আরও বলেন, আমাদের প্রয়োজন ও অতিরিক্ত চাহিদার মধ্যে পার্থক্য করতে হবে। ভোগ নয়, সংযমই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে চিরতরের জন্য।


ইসলামী মূল্যবোধের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, ইসলাম শুধু উপদেশ দেয় না, কার্যকর পদক্ষেপের কথা বলে। এটি বৈষম্যের বিরুদ্ধে কথা বলে এবং মুনাফার নামে দুঃখ সৃষ্টি না করে সহনশীলতার শিক্ষা দেয়।


রিজওয়ানা হাসান আফসোস করে বলেন, মানবিক সংকটে মুসলিম বিশ্ব একক কণ্ঠে কথা বলে না। ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যা করা হলে কেন মুসলিম রাষ্ট্রগুলো নীরব থাকে? নৈতিক সাহস ছাড়া ভ্রাতৃত্ববোধের কোনো মূল্য নেই।


আরও পড়ুন: সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন


রিজওয়ানা হাসান ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম উপাদান যাকাতকে একটি কার্যকর ও পরীক্ষিত মডেল হিসেবে উল্লেখ করে বলেন, আধুনিক করব্যবস্থায় আমরা কর দেই, কিন্তু সেই অর্থ প্রকৃতপক্ষে দরিদ্রদের উপকারে আসে না। 


যাকাত একটি প্রত্যক্ষ ও মানবিক অর্থনৈতিক কাঠামো বলেও মন্তব্য করেন তিনি। 


সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রফেসর ড. হালিস ইউনুস এরসোজ, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, তুরস্কের ইউএনআইডব্লিউ-এর মহাসচিব ও ফুজুল সেভিংস ফাইন্যান্স ইনক.-এর চেয়ারম্যান ইউপ আকমাল, ইউএনআইডব্লিউ-এর হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ও সওয়াব-এর চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, আইআইআইটি বাংলাদেশ-এর প্রতিনিধি ও বিআইআইটি-এর মহাপরিচালক ড. এম আবদুল আজিজ এবং ইউএনআইডব্লিউ-এর কাউন্সিল সদস্য ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল।


এমএল/