লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিব: তানজিন তিশা


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫


লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিব: তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশা | ছবি: ফেসবুক থেকে নেওয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে প্রায়শই একটি বাচ্চার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও ক্লিপ দেখা যায়। 


সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কয়েকটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, সেই বাচ্চার মা হচ্ছেন তানজিন তিশা। 


মূলত, শুক্রবার (০৪ জুন) রাতে মার্কিন মুলুকে চিত্রনায়ক জায়েদ খানের টকশোতে হাজির হন তিশা। যেখানে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?


উত্তরে তিশা বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’


আরও পড়ুন: নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে তাকে চরিত্রহীন বলা যায়: ঋতুপর্ণা


অভিনেত্রী বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’


এরপরই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, তোমাকে নিয়ে ছড়িয়ে পড়া একটি গুজব সম্পর্কে বলো— জবাবে তিনি বলেন, ‘অনেক গুজব শুনেছি। তবে এর মধ্যে একটা হচ্ছে- আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, তিন নম্বর বিয়ের অনুসন্ধান চলছে! আর, আমার একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকায় রাখছি।’


তানজিন তিশা বলেন, ‘এসব গুজব শুনে আমি আমার পরিবার, সকলে মিলে অনেক হাসছি। কারণ ওই বেবিটা আমার বোনের।’


তিশার এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সেই বাচ্চা প্রসঙ্গে বিভিন্ন তথ্য ঘুরে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বিষয়টি নিয়ে এবার যেন বেশ ক্ষুব্ধই হয়েছেন এই অভিনেত্রী। 


আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নেয়া প্রসঙ্গে যা জানালেন জয়া


শনিবার (০৫ জুলাই) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিশা লিখেছেন, অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! 


‘যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে তোলা ছবি; আমার লুকিয়ে রাখা সন্তান হিসবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! তাদের উদ্দেশে বলছি- এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে, তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০ হাজার ডলার ভিক্ষা দিবো। আর যদি বাচ্চাকাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো? নিজ গালে নিজ উদ্যোগে জুতা মার তালে তালে।’ 


তিশার সেই পোস্টে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন, অভিনেত্রীর এখনও বিয়েই হয়নি। তাহলে বাচ্চা হবে কি করে? কেউ কেউ আবার সন্দেহ প্রকাশও করেছেন। 


এমএল/