যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নেয়া প্রসঙ্গে যা জানালেন জয়া


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৫


যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নেয়া প্রসঙ্গে যা জানালেন জয়া
ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউড ও টলিউডে সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই িচিত্রনায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই চলচ্চিত্রপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান  তিনি। যেকোনো চরিত্রেই সাবলীলভাবে নিজের মধ্যে ধারণ করে ফুটিয়ে তুলতে জুড়ি নেই তার।


ক্যারিয়ারের প্রায় শুরুর দিকেই ভালোবেসে বিয়ে করেছিলেন জয়া আহসান। ১৯৯৮ সালে মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে বিয়ে করেন জয়া। কিন্তু ২০১১ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। সংসার ভেঙে যাওয়ার পর জয়া আর বিয়ে করেননি। সংসারে তার কোনো সন্তান নেই। তবে সন্তান দত্তক নিতে ইচ্ছুক এই অভিনেত্রী। দত্তক গ্রহণের চেষ্টায় এগিয়েছেন অনেকটাই। অভিনেত্রী নিজেই জানালেন এমনটা।


সন্তান গর্ভের না হলেও কি মা হয়ে ওঠা যায়? এ নিয়ে আলোচনা হয় প্রায়ই। বর্তমানে ‘ডিয়ার মা’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত তিনি। এ সিনেমাতেও উঠে এসেছে সেই প্রশ্ন। সিনেমার প্রসঙ্গে কথা বলতে গিয়েই জয়া জানান, বাস্তবে তিনিও মা হতে চান। তবে সন্তানধারণ করে নয়, বরং দত্তক নিয়ে।


আরও পড়ুন: বিচ্ছেদের ৮ বছর পর ‘ভুল বুঝতে পারলেন’ মিথিলা


জয়া বলেন, আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। আমি নিজে চেষ্টাও করেছিলাম। ইচ্ছে ছিল যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে কোনও শিশুকে দত্তক নেব।


জয়া ও তার বোন মিলে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখনও কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।


তার কথায়, আসলে বিভিন্ন রকমের জটিলতা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে।


দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার পরামর্শ দেন এই অভিনেত্রী। তিনি বলেন, যাদের একটি করে সন্তান থাকে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসাবে বাইরে থেকে দত্তক নিতেই পারেন। তা হলে সেই শিশুগুলি একটি পরিবার পেয়ে যাবে।


আরও পড়ুন: জুলাই আন্দোলনের আত্মত্যাগ বনাম অনুদানের রাজনীতি


এদিকে, ‘ডিয়ার মা’ চলচ্চিত্রের ঝলক প্রকাশ্যে এসেছে। সেই ছবিতেও জয়ার সঙ্গে তার দত্তকসন্তানের রসায়ন তুলে ধরা হয়েছে।


অভিনেত্রী জানান, তিনি নিজেও একজন সংবেদনশীল মানুষ এবং সন্তান দত্তক নিতে চান। তাই এ চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে সুবিধা হয়েছে।


অন্যদিকে, বৃহস্পতিবার (০৩ জুলাই) অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ৩ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন। ট্রেলার মুক্তির পর থেকে সিনেমাটি নিয়ে জয়ার ভক্তদের আগ্রহ তুঙ্গে। সে আগ্রহের আগুনে ঘি ঢাললেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। শুক্রবার (০৪ জুলাই) অভিনেতার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জয়ার আসন্ন সিনেমার ট্রেলারটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অমিতাভ। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘টোনি দা..আমার শুভকামনা সবসময় তোমার সঙ্গে আছে।


আরও পড়ুন: শাকিবের সঙ্গে আবারও ছবি পোস্ট করলেন মিষ্টি জান্নাত


অমিতাভ বচ্চনের পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন চিত্রনায়িকা জয়া আহসান। ওই পোস্টে তিনি লিখেছেন, শুক্রবার শুরু হলো একটুখানি হাসি দিয়ে। অমিতাভ বচ্চন ‘ডিয়ার মা’ ছবির ট্রেলার শেয়ার করেছেন। অমিতাভ বচ্চন স্যার আপনার আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ।


প্রসঙ্গত, ‘ডিয়ার মা’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৮ জুলাই। মুক্তির আগে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। সিনেমার দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। সিনেমাটিতে আরও অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন। 


এমএল/