শ্রীলংকা ক্রিকেট যথাসময়েই দল পাঠাবে: বিসিবি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শ্রীলংকা ক্রিকেট যথাসময়েই দল পাঠাবে: বিসিবি

কঠিন সময় পার করছে শ্রীলংকা। অর্থনৈতিক সংকট ধীরে ধীরে রূপ নিয়েছে রাজনৈতিক সংকটে। নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রীর তীব্র ঘাটতির ফলে বেশ বিপাকে পড়েছে দ্বীপ দেশটি। এমন দুঃসময়ে ক্রিকেট নিয়ে ভাবার অবকাশ কোথায়! তাই অনিশ্চয়তায় পড়ে গেছে শ্রীলংকা ক্রিকেট দলের বাংলাদেশ ট্যুর। আগামী মাসে দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলংকা ক্রিকেট দলের বাংলাদেশ আশার কথা। শ্রীলংকার বর্তমান পরিস্থিতিতে তারা আদৌ সে সিরিজ খেলতে আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তবে আশাবাদী বিসিবি বলছে, শ্রীলংকা ক্রিকেট যথাসময়েই দল পাঠাবে।

মঙ্গলবার (১২ এপ্রিল)  বিসিবি জানিয়েছে, টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও শ্রীলংকা জাতীয় দল বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে বলে আশাবাদী।

অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলংকা ক্রিকেট ইতিমধ্যে স্থগিত করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের শ্রীলংকা ট্যুর। তার পরেই মূলত সন্দেহ জাগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা আদৌ বাংলাদেশে আসবে তো?  

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘জাতীয় দলের সূচি অনুযায়ী, আমরা তাদের (ক্রিকেট শ্রীলংকা) সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশে তাদের সফর নিয়ে। সে অনুযায়ীই আমাদের পরিকল্পনা এগোচ্ছে। আমি মনে করি শ্রীলঙ্কা ক্রিকেট সময়েই দল পাঠাবে।’

দুই ম্যাচের সিরিজ খেলতে আগামী ৮ মে শ্রীলংকা দলের বাংলাদেশে আসার কথা। এরপর ১১ ও ১২ মে এমএ আজিজ স্টেডিয়ামে দুদিনের একটি ওয়ার্মআপ ম্যাচের পর ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়ার কথা প্রথম টেস্ট। সূচি অনুযায়ী দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ২৩ মে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এদিকে চলতি বছরে শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপের আসর। শ্রীলংকার টালমাটাল অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার কারণে এই টুর্নামেন্ট নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আয়োজক দেশ হিসেবে তারা ব্যর্থ হলে বাংলাদেশ সে সুযোগ নেবে কি না, এমন প্রশ্নও গতকাল উঠেছে বিসিবির এই কর্তাব্যক্তির সঙ্গে আলাপকালে।

জবাবে নিজামউদ্দিন জানান, ‌‘এটার স্বত্ব শ্রীলংকান বোর্ডের। লংকান বোর্ড মনে করছে তারা আয়োজন করতে পারবে। যদি কখনো এ বিষয়ে কোনো আলোচনা হয় তা একটা প্রক্রিয়া মেনেই হবে। এ বিষয়গুলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির ফোরামে আলোচনা করা হয়। সে ধরনের আলোচনা এখন পর্যন্ত হয়নি বা আমরা এমন কোনো বিষয়ে অবগত নই।’

তিনি আরও  যোগ করেন, ‘আগে শ্রীলংকা না করুক, তারপর আমরা বলব। এখনই মন্তব্য করা ঠিক হবে না। যেহেতু এশিয়া কাপের আরও সময় আছে। শ্রীলংকা যেহেতু আয়োজক, শ্রীলংকার বোর্ডই এ বিষয়টা ভালো বলতে পারবে এবং সিদ্ধান্ত দিতে পারবে।’

এসএ/