শততম টেস্টে আগুন ঝরিয়ে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

নিজের শততম টেস্ট ম্যাচে আগুন ঝরানো বোলিংয়ে ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিলেন মিচেল স্টার্ক। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্টে বল হাতে ঝড় তুলে শুধু ম্যাচই ঘুরিয়ে দিলেন না, একের পর এক রেকর্ড ভেঙে গড়েছেন নতুন ইতিহাস। আর তার দাপটে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস গুঁড়িয়ে দিয়ে মাত্র ২৭ রানে অলআউট হয়ে লজ্জাজনক রেকর্ডে নাম লেখায় অস্ট্রেলিয়া।
ইতিহাসের দ্রুততম ফাইফার
ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই। স্টার্ক ইনিংসের প্রথম তিন ওভারে তাণ্ডব চালিয়ে তুলে নেন ৫ উইকেট, তাও মাত্র ১৫ বলেই। টেস্ট ক্রিকেটে এর আগে এত দ্রুত কেউ ফাইফার পাননি।
এর আগে ১৯ বলে ফাইফার নেওয়ার যৌথ রেকর্ড ছিল আর্নে টোশাক (১৯৪৭), স্টুয়ার্ট ব্রড (২০১৫) এবং স্কট বোল্যান্ড (২০২১)-এর। স্টার্ক সেই রেকর্ড চূর্ণ করে গড়লেন নতুন ইতিহাস।
শততম টেস্টে নজিরবিহীন কীর্তি
শততম টেস্টে স্টার্কের বোলিং ফিগার দাঁড়ায় ৬ উইকেট ৯ রানে। টেস্ট ইতিহাসে কোনো বোলারের শততম ম্যাচে এটিই এখন সর্বোচ্চ সেরা বোলিং ফিগার। এই কীর্তিতে তিনি ছাড়িয়ে যান শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনকে, যিনি ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে শততম টেস্টে সেরা ফিগার করেছিলেন।
৪০০ উইকেটের মাইলফলক
এই ম্যাচেই স্টার্ক ছুঁয়ে ফেলেছেন ৪০০ উইকেটের মাইলফলক। ১৯,০৬২ বল করে তিনি পৌঁছান এই অবস্থানে, যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম (ডেলিভারি সংখ্যায়)। কেবল ডেল স্টেইন (১৬,৬৩৪ বল) স্টার্কের চেয়ে এগিয়ে রয়েছেন।
অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস
তবে স্টার্কের অনন্য কীর্তির দিনে বিব্রতকর এক রেকর্ডও গড়েছে অস্ট্রেলিয়া। ২০৪ রানের লক্ষ্য তাড়ায় তারা মাত্র ২৭ রানে অলআউট হয়ে যায়। এটি টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড।
প্রথম ওভারেই ৩ উইকেট: টেস্টের প্রথম ওভারে তিন উইকেট নেওয়ার কীর্তি টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার দেখা গেল। প্রথমটি ছিল ইরফান পাঠানের হ্যাটট্রিক (২০০৬, পাকিস্তানের বিপক্ষে)।
দুইবার প্রথম ওভারে ২+ উইকেট: স্টার্ক টেস্টে দুইবার প্রথম ওভারে ২ বা ততোধিক উইকেট নেওয়া প্রথম বোলার। তিনি একই কীর্তি করেছিলেন ২০১৫ সালেও, আবার ক্যারিবীয়দের বিপক্ষেই।
মিচেল স্টার্কের এই পারফরম্যান্স শুধু একজন খেলোয়াড়ের ব্যক্তিগত অর্জন নয়, এটি টেস্ট ক্রিকেটের বুকে এক স্বর্ণাক্ষরে লেখা অধ্যায়। এমন শততম ম্যাচ উপহার দিতে পারেন, তা হয়তো স্টার্ক নিজেও কল্পনা করেননি।
আরএক্স/