জুলাইয়ে তরুণরা যা করেছে, তা চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

২০২৪ সালের জুলাই মাসে দেশের তরুণদের ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি বলেন, এই সময় তরুণরা যেভাবে জাতিকে একটি নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখিয়েছে, তা যুগান্তকারী।
সোমবার (১৪ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের সদ্য নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন দেশ ছিল একেবারে ধ্বংসস্তূপের মতো—একটি ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতির মতো ভয়াবহ। আমাদের কোনো প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না। তবুও উন্নয়ন সহযোগীরা আমাদের পাশে দাঁড়িয়েছে, যা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে।”
ড. ইউনূস বলেন, “জুলাইয়ে যা হয়েছে, তার মূল চালিকাশক্তি ছিল তরুণ সমাজ। বিশেষ করে মেয়েরা এবং নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তরুণরাই এখন আমাদের দেশের কেন্দ্রবিন্দু। আমাদের উচিত তাদের আকাঙ্ক্ষার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়া।”
তিনি বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে বলেন, “আপনারা দারুণ কাজ করছেন। তবে আমরা চাই বিশ্বব্যাংক বাংলাদেশকে কেবল একটি ভৌগোলিক সীমানা হিসেবে না দেখে বৃহত্তর অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করুক।”
বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ সমৃদ্ধ হলে গোটা দক্ষিণ এশিয়া উপকৃত হবে। আমাদের আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। আমাদের একটি সমুদ্র আছে, যা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ।”
তিনি আরও বলেন, “অনেক দেশেই তরুণ জনসংখ্যা কমে যাচ্ছে। আমরা তাদের বলেছি, তাদের শিল্প-কারখানা বাংলাদেশে নিয়ে আসতে। আমরা শিল্পখাতে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবো, যেন বাংলাদেশ একটি উৎপাদন কেন্দ্র হয়ে উঠতে পারে।”