সবাই বিচারক হয়ে উঠছে, পরিবারগুলো ট্রমায় ডুবছে: নুসরাত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণহানিতে স্তব্ধ গোটা দেশ। স্বাধীনতার পর এমন হৃদয়বিদারক চিত্রের সাক্ষী হয়নি গোটা দেশের মানুষ। ইতোমধ্যে ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন শতাধিক, আর যাদের বেশিরভাগই শিশু।
এই শোকাবহ পরিবেশেও থেমে নেই গুজব আর বিভ্রান্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে অনলাইন ট্রায়াল- যাকে বলা হয় কোনো ঘটনা নিয়ে নিজেদের মনগড়া এক জনমত তৈরি করা; যা এই ভয়াবহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এবার মুখ খুললেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
আরও পড়ুন: এই মাসেই কোনো গান প্রকাশ হবে না: ইমরান মাহমুদুল
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।’
এই অভিনেত্রী লেখেন, ‘আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে— যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।’
তিনি আরও লেখেন, ‘এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা— এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।’
আরও পড়ুন: সারাদেশে সিনেমা হল বন্ধ
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক একটি দিন পার করল সারা বাংলাদেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছরে পড়ে একটি একটি প্রশিক্ষণ জেট। এতে এখন পর্যন্ত ৩১ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন শতাধিক; যার অধিকাংশই শিশু শিক্ষার্থী।
এমএল/