‘শুধু মন দিয়ে মানুষকে ছোঁয়া যায় না, শরীর দিয়ে মন ছুঁতে হয়’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৫

বাঙালি সাহিত্যের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই বিখ্যাত রচনার কেন্দ্রে থাকা চরিত্র ‘কুসুম’-এর ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের গুণী অভিনেত্রী জয়া আহসান। তবে সিনেমা মুক্তির আগেই জয়ার একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া।
আরও পুড়ন: সবাই বিচারক হয়ে উঠছে, পরিবারগুলো ট্রমায় ডুবছে: নুসরাত
সম্প্রতি ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জয়া আহসান ঔপন্যাসিক মানিকের বিখ্যাত উক্তি, ‘শরীর, শরীর তোমার মন নাই কুসুম?’ - এর এক ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার এই মন্তব্যকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
সাধারণত ‘কুসুম’ চরিত্রটিকে শরীরসর্বস্ব হিসেবে দেখা হলেও জয়া আহসান বাস্তব জীবনে ‘মন’ ও ‘শরীর’ উভয়ের গুরুত্বকেই তুলে ধরেছেন। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, ‘মন দিয়ে তো মানুষকে ছোঁয়া যায় না। শরীর দিয়ে মন ছুঁতে হয়। আমার জীবনে মন এবং শরীর উভয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস কুসুমেরও তাই।’
জয়ার কথায়, ‘আমায় ভারতীয় পরিচালকেরা ভালবাসেন, ছবিতে অভিনয়ের জন্য ডাকেন তার জন্য কৃতজ্ঞ। কিন্তু এখনই শশী-কুসুমের সম্পর্কে নিয়ে জানতে চাইবেন না। ওটা ১ আগস্ট পর্দার জন্য তোলা থাক?’
আরও পড়ুন: এই মাসেই কোনো গান প্রকাশ হবে না: ইমরান মাহমুদুল
অন্যদিকে পরিচালক সুমন মুখার্জি জানান, ১৫ বছর পর মুক্তি পেলেও ছবির গল্প এবং এর সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট আজও সমসাময়িক। সেই সময়ের সঙ্গে বর্তমানের খুব বেশি পার্থক্য নেই। ঠিক যেমন পর্দার ‘কুসুম’ আর বাস্তবের জয়া আহসানের মধ্যে তেমন পার্থক্য নেই।
এসডি/