২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি ভক্তদের বিশাল সুখবর দিল এএফএ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত শিরোপা ছুঁয়েছেন লিওনেল মেসি। এরপর থেকেই প্রশ্ন উঠছে—২০২৬ সালের বিশ্বকাপে কি দেখা যাবে আর্জেন্টাইন জাদুকরকে? এবার মেসি ভক্তদের জন্য এসেছে দারুণ এক সুখবর।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন বিশ্বকাপেও মেসিকে দেখা যাবে আলবিসেলেস্তে জার্সিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এএফএ’র মার্কেটিং ডিরেক্টর লিয়ান্দ্রো পিটারসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
“লিওনেল মেসি আমাদের জন্য সবসময়ই খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমি নিশ্চিত করে বলতে পারি, সে ২০২৬ সালের বিশ্বকাপে খেলবে,” — বলেন পিটারসেন।
তিনি আরও যোগ করেন, “আমরা জানি, মেসি দলে থাকলে আর্জেন্টিনা কতটা শক্তিশালী হয়। বিশ্বকাপের এখনো বেশ কিছু সময় বাকি। স্কালোনির নির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবেই মেসিকে দেখা যাবে।”
গত কিছু সময় ধরে ইনজুরি ও ক্লাব ফুটবলের ব্যস্ততার কারণে জাতীয় দলের বাইরে ছিলেন মেসি। তবুও দলের কৌশলগত পরিকল্পনায় এখনো তার গুরুত্ব অপরিসীম। কোচ লিওনেল স্কালোনিও বারবার জানিয়েছেন, মেসি থাকলে দলের আত্মবিশ্বাস ও পারফরম্যান্সের মান অনেকগুণ বেড়ে যায়।
পিটারসেন আরও বলেন, “আমরা অবশ্যই ভালো কিছু করতে চাই। তবে ইউএসএ, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপ খুব সহজ হবে না। সেই তুলনায় মধ্যপ্রাচ্য আমাদের জন্য ছিল আদর্শ, কারণ কাতারে আমরা ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছি।”
মেসি নিজে এখনও তার ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট না করলেও, এএফএ’র এই বক্তব্যে তার ভক্তদের মধ্যে নতুন করে আশা জেগেছে—আরও একবার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ফুটবল ইতিহাসের এই মহানায়ককে।
আরএক্স/