টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবও আছেন এশিয়া কাপে!


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫


টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবও আছেন এশিয়া কাপে!
ফাইল ছবি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন প্রায় এক বছর হলো। এরপরও ২০২৫ এশিয়া কাপের প্রোমোশনাল ভিডিওতে দেখা গেল বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে। মাঠে না থেকেও যেন টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন তিনি।


গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন সাকিব। এরপর থেকে মাঠের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার। জাতীয় দলের বেশ কয়েকটি সিরিজেও ছিলেন অনুপস্থিত। তবুও আসন্ন এশিয়া কাপের প্রচারণায় শোভা পাচ্ছে তাঁর মুখ।


ভারতীয় সম্প্রচারকারী চ্যানেল Sony Sports Network এবং তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম Sony LIV এর পক্ষ থেকে এশিয়া কাপ ঘিরে সম্প্রতি প্রকাশিত হয়েছে ৩০ সেকেন্ডের একটি প্রোমো ভিডিও। সেখানে সাকিবের ব্যাট হাতে প্রস্তুতি নেওয়ার মুহূর্ত দেখানো হয়েছে। ভিডিওটিতে আরও দেখা গেছে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, ওপেনার শুভমান গিল, পেসার জাসপ্রিত বুমরাহ, আফগানিস্তানের রশিদ খানসহ এশিয়ার তারকা ক্রিকেটারদের।


প্রচারণায় সাকিবকে বলা হয়েছে “সবচেয়ে বড় স্টার”—এতেই প্রমাণ হয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি এই টাইগার অলরাউন্ডারের।


২০২৫ সালের ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, টি-টোয়েন্টি সংস্করণে। এবার ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।


বাংলাদেশ তাদের টুর্নামেন্ট শুরু করবে ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরবর্তী দুটি ম্যাচ যথাক্রমে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।


প্রোমো ভিডিওতে ভারত-পাকিস্তান, বাংলাদেশ-ভারত, ও পাকিস্তান-আফগানিস্তান ম্যাচকে “সবচেয়ে বড় ম্যাচ” হিসেবে উল্লেখ করা হয়েছে। মোস্তাফিজুর রহমান, সূর্যকুমার যাদব, রশিদ খান, কুশল মেন্ডিস এবং শাহিন শাহ আফ্রিদিকে এই প্রোমোর কাভারে রাখা হয়েছে।


সাকিব আল হাসান হয়তো এই আসরে বল হাতে বা ব্যাট হাতে মাঠে নামবেন না। কিন্তু তাঁর নাম, পরিচিতি এবং ক্যারিশমা যেন এশিয়া কাপের অংশ হয়েই গেছে। মাঠে না থেকেও যিনি বিজ্ঞাপন-প্রচারণার কেন্দ্রবিন্দুতে, তিনিই তো প্রকৃত অর্থে একজন ‘সবচেয়ে বড় স্টার’।


আরএক্স/