এশিয়া কাপ সামনে, পাওয়ার হিটিংয়ে মনোযোগী টাইগাররা, আসছেন বিখ্যাত কোচ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫


এশিয়া কাপ সামনে, পাওয়ার হিটিংয়ে মনোযোগী টাইগাররা, আসছেন বিখ্যাত কোচ
সংগৃহীত ছবি।

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এই আসরের জন্য নিজস্ব ব্যাটিং শক্তি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ দল। পাওয়ার হিটিংয়ে উন্নতির লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়োগ দিতে যাচ্ছে বিশ্বখ্যাত ব্যাটিং পরামর্শক জুলিয়ান উডকে।


আরও পড়ুন: জাতীয় দল নির্বাচনে নিয়ম ও পদ্ধতির তাগিদ বিসিবি সভাপতির


টি-টোয়েন্টিতে সফল হতে শক্তি ও কৌশলের মিশেলে বল ‘স্ট্রাইক’ করার দক্ষতা গুরুত্বপূর্ণ। আর সেই দিকেই এবার নজর দিয়েছে বিসিবি।


এশিয়া কাপকে সামনে রেখে ৬ আগস্ট থেকে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। তার আগেই ঢাকায় পৌঁছানোর কথা উডের।


ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে উড বলেন, আমি আগস্টে তিন সপ্তাহের জন্য যাচ্ছি এমনটাই জানানো হয়েছে। এখনও চূড়ান্ত নয়, তবে সম্ভবত হবে। বাংলাদেশের সঙ্গে আমার আগের কিছু কাজের অভিজ্ঞতা আছে। কয়েক বছর ধরেই এ নিয়ে কথা হচ্ছিল, এবার বাস্তবে রূপ নিচ্ছে আমি রোমাঞ্চিত। 


তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে স্বাভাবিক প্রতিভা আছে। কিন্তু আধুনিক সাদা বল ক্রিকেটে বল ‘স্ট্রাইক’ করার দক্ষতা খুব গুরুত্বপূর্ণ। আমার কাজ হবে—তাদের শক্তি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেটাকে কার্যকরভাবে কাজে লাগাতে হয়, সেই দিকনির্দেশনা দেওয়া। 


ইংল্যান্ডের সাদা বল ক্রিকেটে বিপ্লব এনে দেওয়া এই কোচ এর আগেও বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেনবিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।


আরও পড়ুন: ভারতের পরিবর্তে যাদের সঙ্গে সিরিজ খেলতে পারে বাংলাদেশ


শুধু ব্যাটিং নয়, ক্রিকেটারদের মানসিক দিক নিয়েও কাজ করার প্রস্তুতি নিচ্ছে বিসিবি। সংস্থাটি একজন স্পোর্টস সাইকোলজিস্ট নিয়োগ দিতে চায়, যিনি খেলোয়াড়দের মানসিক চাপ সামাল দেওয়া, মনোযোগ ধরে রাখা ও আত্মবিশ্বাস বাড়ানোর কৌশল শিখিয়ে দেবেন।


এই পদে কাজ করার সম্ভাবনা রয়েছে ডেভিড স্কট নামের এক মনোবিজ্ঞানীর, যিনি এর আগে বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন। একজন স্থানীয় মনোবিজ্ঞানীকেও সঙ্গে রাখা হবে, যেন ভাষাগত প্রতিবন্ধকতা না থাকে।



এসডি/