ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:০০ পূর্বাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে তুরস্ক। আবহাওয়াবিদরা শনিবার (২৬ জুলাই) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছেন।
রবিবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ইস্তাম্বুলের পরিবেশ মন্ত্রণালয় মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানিয়েছে যে শনিবার (২৬ জুলাই) সিরনাক প্রদেশের সিলোপিতে রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। এছাড়া, সারা তুরস্কে ১৩২টি আবহাওয়া কেন্দ্র জুলাই মাসের জন্য রেকর্ড তাপমাত্রার কথা জানিয়েছে। ২০২৩ সালের আগস্টে তুরস্কে তাপমাত্রার পূর্ববর্তী রেকর্ড ছিল ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভয়ংকর যুদ্ধবিমান আনছে এরদোয়ান
দেশটি বর্তমানে তাপপ্রবাহের কবলে রয়েছে এবং বেশ কয়েকটি অঞ্চলে আগুনের সাথে লড়াই করছে। উত্তর কারাবুক প্রদেশে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা চার দিন ধরে লড়াই করছে, যার ফলে বেশ কয়েকজন গ্রামবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে।
গত ২৩ জুলাই এসকিসেহির প্রদেশে আগুন লাগার ঘটনায় ১০ জন মারা গেছেন। চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: মুখোমুখি সংঘর্ষ থেকে বাঁচতে মাঝ আকাশে ‘ডুব’ দিলো বিমান
এদিকে স্থানীয় কিছু কর্তৃপক্ষ পানি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে। প্রতিবেশী গ্রিসও ভয়াবহ তাপপ্রবাহের শিকার হয়েছে।
এমএল/