ছাত্রদলের সমাবেশে সম্ভাব্য দুর্ভোগ, ঢাকাবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৬ পিএম, ২রা আগস্ট ২০২৫


ছাত্রদলের সমাবেশে সম্ভাব্য দুর্ভোগ, ঢাকাবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ
ফাইল ছবি।

রাজধানীর শাহবাগে রবিবার (৩ আগস্ট) ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশকে কেন্দ্র করে শহরে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগের জন্য ঢাকাবাসীর প্রতি অগ্রিম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।


শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “গত জুন মাসে আমরা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করি। এর অংশ হিসেবে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রয়োজনীয় অনুমতিও গ্রহণ করেছিলাম।”


তিনি জানান, পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা একই দিনে শহীদ মিনারে সমাবেশের জন্য যোগাযোগ করেন এবং অনুরোধ জানান। “আমরা বিশ্বাস করি মত ও পথের পার্থক্য থাকলেও একটি উদার, গণতান্ত্রিক ও পরমতসহিঞ্চু পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। সেই বিবেচনায় শহীদ মিনারে সমাবেশের অধিকার থাকা সত্ত্বেও আমরা স্থান পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।”


ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, “ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে এই সমাবেশে জনদুর্ভোগ হতে পারে—এ বিষয়ে আমরা সচেতন। তবে ফ্যাসিবাদবিরোধী বৃহৎ ঐক্যের স্বার্থে ও আন্দোলনের গুরুত্ব অনুধাবন করে আমরা শাহবাগকেই বেছে নিয়েছি।”


তিনি বলেন, “ছাত্রদলের পক্ষ থেকে আমরা আগাম দুঃখ প্রকাশ করছি এবং আশা করি সম্মানিত নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। ভবিষ্যতে আমরা আরও অধিকতর সচেতন থাকব।”


আরএক্স/