Logo

মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা, আরও দুই আসামি গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৩ আগস্ট, ২০২৫, ০৩:২২
41Shares
মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা, আরও দুই আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

রুমান ও আবিরকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশের একটি দল

বিজ্ঞাপন

রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন– মো. রুমান বেপারী (৩২) ও মো. আবির হোসেন (২৮)।

শুক্রবার (০১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।

বিজ্ঞাপন

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান শনিবার (০২ আগস্ট) জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে রুমান ও আবিরকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশের একটি দল।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাথাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

বিজ্ঞাপন

ঘটনার সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে পুলিশ ১০ জন ও র‍্যাব ২ জন আসামিকে গ্রেফতার করেছিল। এ দুজনকে গ্রেফতারের মাধ্যমে এ ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হলো। এদের মধ্যে ৯ জন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD