ইনকাম সোর্স থাকলে শোবিজাঙ্গন ছেড়ে দিতাম: অহনা


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯:০৯ পিএম, ৩রা আগস্ট ২০২৫


ইনকাম সোর্স থাকলে শোবিজাঙ্গন ছেড়ে দিতাম: অহনা
ছবি: সংগৃৃহীত

মাস খানেক আগে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান জানান, খুব শিগগিরই শোবিজ অঙ্গনকে বিদায় জানাচ্ছেন তিনি। ২০২৫ সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন। একটা সময়ে পুরোপুরিই অভিনয় বন্ধ করে দেবেন।


এরপরই পবিত্র ওমরাহ পালন করতে সৌদিতে পাড়ি জমান অহনা। সেখান থেকে ফিরেই নিজের আমুল পরিবর্তন আনেন এই চিত্রনায়িকা। পোশাক-পরিচ্ছেদ থেকে শুরু করে পেশাগত জীবনেও বেশ কিছু পরিবর্তন দেখা মেলে অহনার। 


তিনি জানান, ওমরাহ্ পালন করে আসার পরে বোরকা, হিজাব পরেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। যে কারণে আগামীতেও এমন পোশাকই পরিধান করতে চান। 


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে রোমান্টিক সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী


শুধু তাই নয়, আরও এক সাক্ষাৎকারে অহনাকে বলতে শোনা যায়, ‘নাটকের চরিত্রের বাইরে আমি মাথার কাপড় ফেলতে চাই না। এটা আমার ব্যক্তিগত বিষয়। যে কারণে ইন্টারভিউ দিতে গেলেও চেষ্টা করি মাথায় কাপড় রাখার।’


অভিনয় জগতে থেকেও অহনার এমন ভাবনা-চিন্তা নিয়ে নেটিজেনদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তোলেন, ধর্মীয় চেতনা থাকলে এখনও কেন অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি?


সম্প্রতি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিতর্কের জবাবে অহনা জানান, অভিনয় বাদে উপার্জনের জন্য অন্য কোনো মাধ্যম থাকলে শোবিজাঙ্গন সম্পূর্ণ ছেড়ে দিতেন তিনি। 


আরও পড়ুন: বাংলাদেশি মডেল শান্তা কি গুপ্তচর, খতিয়ে দেখছে ভারতের পুলিশ


অহনা বলেন, ‘ইনকাম সোর্সের এই মুহূর্তে অন্য কোনো পথ থাকলে আমি সেখানেই যেতাম। কিন্তু নাই, এজন্য আমাকে কাজ করতে হচ্ছে। কারণ বসে থাকলে রাজার সম্পত্তিও ফুরিয়ে যায়।’


এসময় সমালোচকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘আপনাদের যদি মনে হয়, সিমপ্যথির জন্য মাথায় কাপড় দিচ্ছি, এসব বলছি.....এতে আপনাদের যদি দয়া হয়, খুব কষ্ট লাগে, তাহলে আমার মাসিক খরচটা আপনারা এসে দিয়ে যাইয়েন। এখানে টিভি চ্যানেলের বিকাশ নাম্বার আছে, সেখানে এসে দিয়ে যাইয়েন।’ 


প্রসঙ্গত, অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বেশ সরব থাকেন তিনি। 


এমএল/