ব্রিতে জুলাই শহীদদের স্মরণে বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০২:০০ পিএম, ৫ই আগস্ট ২০২৫


ব্রিতে জুলাই শহীদদের স্মরণে বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) এক বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 


মঙ্গলবার (৫ আগস্ট ) বি আর আর আই উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ নেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম এবং মহাপরিচালক মহোদয়ের সহধর্মিণী ফারজিয়া আহমেদ সিম্মি।


বক্তব্যে প্রধান অতিথি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ তখনই স্বার্থক হবে, যখন আমরা সত্যিকারের একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে পারব। অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর মনোবল থাকতে হবে আমাদের।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের গড়ে তোলো, কারণ ভবিষ্যতের বৈষম্যহীন বাংলাদেশ তোমাদের হাতেই নির্মিত হবে।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন বি আর আর আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের আলী দেওয়ান। বক্তব্য রাখেন ব্রির কৃষিতত্ত্ব বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পালন কমিটির আহ্বায়ক ড. মো. আদিল বাদশাহ।


বক্তৃতা প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং পুরস্কার তুলে দেন।


অনুষ্ঠানে ব্রির বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এসডি/