চোট ভুলে জ্বলে উঠলেন নেইমার, স্বস্তির জয় সান্তোসের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:২৪ পিএম, ৫ই আগস্ট ২০২৫

দীর্ঘ চোটযন্ত্রণার পর পুরোনো রূপে ফিরেছেন নেইমার। ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন তিনি। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে জুভেন্তুদের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে সান্তোস, যেখানে নেইমারের জোড়া গোল জয় নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।
আরও পড়ুন: তামিমের নির্বাচন করা নিয়ে যা জানা গেল
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সান্তোস। প্রথমার্ধে পোস্টে লেগে ফিরতে থাকা বল দখলে নিয়ে চমৎকার এক গোল করেন নেইমার, এগিয়ে দেন দলকে। কিছুক্ষণ পর আর্জেন্টাইন মিডফিল্ডার আলভারো বাররেয়াল ব্যবধান বাড়ান। রোলহেইসারের শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে লক্ষ্যভেদ করেন তিনি।
তবে ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দেন জুভেন্তুদের উইলকার অ্যাঞ্জেল, এক গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে ৩৫ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে জয়ের পথ নিশ্চিত করেন নেইমার। গোলরক্ষককে ঠকিয়ে নেওয়া এই গোলটি ২০২২ সালের আগস্টের পর তার প্রথম জোড়া গোল।
এই জয়ে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫তম স্থানে উঠে এসেছে সান্তোস। অবনমন অঞ্চলের ঠিক ওপরেই থাকা দলটি এখন ভাসকো দা গামা ও ফোর্তালেজার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে, যদিও ভাসকোর একটি ম্যাচ হাতে রয়েছে।
আরও পড়ুন: ভাঙা কাঁধে দায়িত্ব নিয়েও পারলেন না ওকস, অবিশ্বাস্য জয় ভারতের
নেইমারের এই ফর্ম কেবল সান্তোসের জন্য নয়, বরং ব্রাজিল জাতীয় দলের জন্যও আশাজাগানিয়া বার্তা বহন করছে। চোট থেকে ফিরে ঘরের ক্লাব সান্তোসে এখন পর্যন্ত ১৭ ম্যাচে ৬ গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।
এসডি/