ভাঙা কাঁধে দায়িত্ব নিয়েও পারলেন না ওকস, অবিশ্বাস্য জয় ভারতের


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:৩৪ পিএম, ৪ঠা আগস্ট ২০২৫


ভাঙা কাঁধে দায়িত্ব নিয়েও পারলেন না ওকস, অবিশ্বাস্য জয় ভারতের
ছবি: সংগৃহীত

ভাঙা কাঁধে শেষ ভরসা হয়ে মাঠে নামলেও ইংল্যান্ডকে জয়ের বন্দরে নিতে পারলেন না ক্রিস ওকস। গাস আটকিনসনের সাহসী লড়াইও শেষ রক্ষা করতে পারেনি। রুদ্ধশ্বাস এক লড়াইয়ে মাত্র ৬ রানে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে ভারত।


লন্ডনে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট। দিনের শুরুতেই টানা দুই চার মেরে উত্তেজনা কমিয়ে দেন জেমি ওভারটন। তবে সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। পরের ওভারে জেমি স্মিথকে উইকেটের পেছনে ধরা পড়িয়ে ম্যাচে ফেরান সিরাজ।


এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকে ভারত। ওভারটন (৯) এলবিডব্লিউ হয়ে ফিরলে সমীকরণ দাঁড়ায় ইংল্যান্ডের প্রয়োজন ১৭ রান, হাতে মাত্র এক উইকেট। শেষ ব্যাটার হিসেবে ভাঙা কাঁধে নেমে পড়েন ক্রিস ওকস। অপরপ্রান্তে গাস আটকিনসন একপ্রান্ত আগলে রাখেন, এক ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর স্বপ্নও দেখান। কিন্তু শেষপর্যন্ত সিরাজের ইয়র্কারে বোল্ড হয়ে যান আটকিনসন। ইংল্যান্ড থেমে যায় ৩৬৭ রানে।


এর আগে, ভারতের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ২২৪ রান। জবাবে ইংল্যান্ড তোলে ২৪৭ রান। দ্বিতীয় ইনিংসে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ভারত করে ৩৯৬ রান, যার ফলে লক্ষ্য দাঁড়ায় ৩৭৪ রান। দারুণ লড়াই করে ইংল্যান্ড পৌঁছে যায় ৩৬৭ পর্যন্ত, তবে শেষ ৭ রানের পথ পাড়ি দিতে পারেনি।


মোহাম্মদ সিরাজ—শেষ ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট, যার মধ্যে ম্যাচ ঘুরিয়ে দেওয়া শেষ ৩ উইকেট।


ভারত জয়ী, ৬ রানে। এই জয় দিয়ে সিরিজও নিজেদের করে নেয় ভারত, আর মোহাম্মদ সিরাজ নিজেকে প্রমাণ করেন আবারও, চাপের ম্যাচে ভারতের নির্ভরতার নাম হয়ে।


আরএক্স/