তামিমের নির্বাচন করা নিয়ে যা জানা গেল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৩ পিএম, ৫ই আগস্ট ২০২৫

বাংলাদেশ ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর। আর এ নির্বাচন ঘিরেই ক্রিকেটাঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অনেকেই ধারণা করছেন, তিনি এবার কোয়াব নির্বাচনে প্রার্থী হতে পারেন। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তামিম।
সোমবার (৪ আগস্ট) বিসিবি কার্যালয়ে কোয়াবের অ্যাডহক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। তিনি জানান, “আপনাদের এখন নির্দিষ্ট করে কোনো নাম বলতে পারব না। আমাদের মধ্যে আলোচনা চলছে। আমরা এমন একজন নেতাকে চাই, যিনি ক্রিকেটারদের স্বার্থে কাজ করবেন। ব্যক্তিস্বার্থ নয়, সবাইকে নিয়ে চলার মতো নেতা দরকার।”
তবে এদিনের বৈঠকে তামিম উপস্থিত ছিলেন না বলে নিশ্চিত করেন মিঠুন। তিনি বলেন, “নির্বাচন উন্মুক্ত। আমি যাকে যোগ্য মনে করব, তাকেই ভোট দেব। তামিম আজকের বৈঠকে ছিলেন না।”
কোয়াবের সাংগঠনিক দুর্বলতার কথাও উল্লেখ করেন মিঠুন। বিশেষ করে জেলা পর্যায়ে লিগ বন্ধ থাকা নিয়ে তিনি বলেন, “জেলা লিগ হচ্ছে না, এটা কোয়াবের বড় ব্যর্থতা। যদি জেলায় কোয়াবের শক্ত ইউনিট থাকত, তাহলে তারা জেলা কমিশনার বা ক্রীড়া কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে খেলার আয়োজন করতে পারত।”
এদিকে, নির্বাচন পরিচালনার জন্য গঠিত তিন সদস্যের কমিশনের নেতৃত্বে রয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া/আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। অন্য দুই সদস্য হলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং বিসিবির এমআইএস ম্যানেজার নাসির উদ্দিন নাসু।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চে কোয়াবের পুরনো কমিটি ভেঙে দিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়, যা পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের জন্য কাজ শুরু করে।
এ প্রসঙ্গে মিঠুন বলেন, “এখন আর কোয়াব শুধু একজন ব্যক্তির ওপর নির্ভরশীল থাকবে না। বর্তমান ক্রিকেটাররাও এবার সক্রিয়ভাবে যুক্ত থাকছে। ক্রিকেট আমাদের, তাই ভবিষ্যৎ নিয়েও আমাদেরই ভাবতে হবে।”
তামিম ইকবাল যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, তবে সেটি কোয়াবের নেতৃত্বে নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে তার প্রার্থিতার বিষয়টি এখনো অনিশ্চিত।
আরএক্স/