পিটার হাসের সঙ্গে ইনানিতে এনসিপি নেতাদের বিশেষ বৈঠক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৬ পিএম, ৫ই আগস্ট ২০২৫

কক্সবাজারের ইনানিতে অবস্থিত একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা।
মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এ বিশেষ বৈঠকে অংশ নেন দলের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তাসনিম জারা প্রমুখ।
বৈঠকটি ঘিরে রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি হলেও আলোচ্য বিষয় সম্পর্কে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। ২০২৪ সালের এই দিনে ঢাকাসহ সারাদেশে তীব্র গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যার একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও প্রকাশ। পূর্বঘোষণা অনুযায়ী, আজ বিকেলেই ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের সেই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের শীর্ষ সমন্বয়কারীদের নিয়েই পরবর্তীতে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফলে পিটার হাসের সঙ্গে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের আলোচনা, যা জানা গেল

বিএনপি চেয়ারপার্সনের খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেইরকম: রিজভী
