Logo

পিটার হাসের সঙ্গে ইনানিতে এনসিপি নেতাদের বিশেষ বৈঠক

profile picture
জনবাণী ডেস্ক
৬ আগস্ট, ২০২৫, ২৪:০৬
178Shares
পিটার হাসের সঙ্গে ইনানিতে এনসিপি নেতাদের বিশেষ বৈঠক
ছবি: সংগৃহীত

পিটার হাসের সঙ্গে ইনানিতে এনসিপি নেতাদের বিশেষ বৈঠক

বিজ্ঞাপন

কক্সবাজারের ইনানিতে অবস্থিত একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। 

মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এ বিশেষ বৈঠকে অংশ নেন দলের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তাসনিম জারা প্রমুখ।

বিজ্ঞাপন

বৈঠকটি ঘিরে রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি হলেও আলোচ্য বিষয় সম্পর্কে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। ২০২৪ সালের এই দিনে ঢাকাসহ সারাদেশে তীব্র গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যার একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও প্রকাশ। পূর্বঘোষণা অনুযায়ী, আজ বিকেলেই ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের সেই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের শীর্ষ সমন্বয়কারীদের নিয়েই পরবর্তীতে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফলে পিটার হাসের সঙ্গে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD