নির্বাচনের সময় তসবিহ হাতে ঘোরে তারাই ধর্ম ব্যবসা করে

নির্বাচনের সময় ঘনিয়ে এলেই যারা তসবিহ হাতে জনসমক্ষে উপস্থিত হয়, তারাই প্রকৃতপক্ষে ধর্ম নিয়ে ব্যবহার করেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে আট দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মিডিয়ার সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্ম নিয়ে কাজ করে। ধর্মকে ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না।।
বিজ্ঞাপন
তিনি আরও যোগ করেন, নির্বাচনের মৌসুমে তসবিহ হাতে ঘুরে বেড়ানো যেসব নেতারা সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে প্রভাবিত করার চেষ্টা করেন, তারাই প্রকৃত অর্থে ধর্ম নিয়ে ব্যবসা করেন।
আসন্ন জাতীয় নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন পেছানো তাদের কাম্য নয়। তবে কোনো কারণে ফেব্রুয়ারিতে ভোটগ্রহণ সম্ভব না হলে দেশ নতুন ধরনের রাজনৈতিক সংকটে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, তাদের দল নির্বাচনে অংশ নিলে জনগণের রায় পেলে একটি জাতীয় সরকার গঠনের পরিকল্পনা রয়েছে। এমনকি ২০০ আসনে জয় পেলেও এই সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে বলে মন্তব্য করেন জামায়াত আমির।








