Logo

অবৈধ অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জামায়াতের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩২
11Shares
অবৈধ অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জামায়াতের
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমান প্রতিযোগিতার পরিবেশ বা লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন— নির্বাচনের আগে অবৈধ অস্ত্রধারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন

মিয়া গোলাম পরওয়ার জানান, তফসিল ঘোষণার স্পষ্ট সিদ্ধান্ত জানতে তারা ইসিতে এসেছিলেন। পাশাপাশি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, অবৈধ অস্ত্র উদ্ধার, প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়ার জটিলতা এবং সিসিটিভি ব্যবহারের দাবি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সিসিটিভি স্থাপনের ব্যয় নিয়ে কমিশন উদ্বেগ জানালেও আমরা বলেছি— সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে খরচ বড় বিষয় নয়। নিরাপদ ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ।

অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচন প্রচারে তাদের নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন। তফসিল ঘোষণার পর এ ধরনের পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করবে ইসি— সে বিষয়েও প্রশ্ন তুলেছি।

বিজ্ঞাপন

ইসির সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, কমিশন এখনো সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি। কোনো কর্মকর্তা প্রকাশ্যে অনিয়ম করলে আমরা তা জানাবো— তারা বলেছে ব্যবস্থা নেবে।

তবে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার কথাও জানিয়ে তিনি বলেন, ভোট নিয়ে কোনো শঙ্কা করছি না। তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা বিশ্বাস রাখতে চাই।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD