Logo

২০ দল নিয়ে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪৩
15Shares
২০ দল নিয়ে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির সাবেক দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ (এনডিএফ) আত্মপ্রকাশ করেছে।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জোটের আত্মপ্রকাশ করা হয়।

জোটে মোট ২০টি রাজনৈতিক দল রয়েছে। জোটে থাকা অন্য দলগুলো হলো: জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবারপার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জোটের নেতারা জানান, দেশে গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে সমন্বয় বৃদ্ধির জন্য এই জোট গঠন করা হয়েছে। নতুন এই জোট বিভিন্ন দলকে একত্রিত করে জনগণের প্রতিনিধি হিসেবে কার্যকর ভূমিকা রাখবে এবং জাতীয় রাজনীতিতে স্বতন্ত্র ও সমন্বিত রাজনৈতিক কর্মকাণ্ড নিশ্চিত করবে।

নেতৃবৃন্দ আরও জানিয়েছেন, আসন্ন নির্বাচনে এই জোটের মাধ্যমে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং দেশের রাজনৈতিক ক্ষেত্রে একটি নতুন ধারা গড়ে তোলা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD