ধর্মের নামে ‘ট্যাবলেট বিক্রি করছে একদল’: সালাহউদ্দিন আহমেদ

রাজনীতিতে নীতি-আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনার ঘাটতি থাকলে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, একটা দলের কোনো নীতি-আদর্শ নেই, পরিকল্পনাও নেই; আছে শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি। অন্যদিকে বিএনপি মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে কাজ করছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সালাহউদ্দিন আহমেদ বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষের আবেগকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। কিন্তু বিএনপি জনগণের কল্যাণে কী ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নিচ্ছে—তা পরিষ্কারভাবে মানুষের সামনে তুলে ধরতে চায়।
তিনি আরও বলেন, যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায়, তাদের জানা উচিত পথটা কোথায়। জনগণ এসব খুব ভালোভাবেই বোঝে। রাষ্ট্র পরিচালনায় পূর্বপরিকল্পনা না থাকলে সেটাই হবে ব্যর্থতার রেসিপি।
তিনি অভিযোগ করে আরও বলেন, যে দল নীতি, আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে তাদের সঙ্গে প্রতারণা করছে, জনগণ ইতোমধ্যে তাদের চিহ্নিত করেছে এবং তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও একই ধরনের অভিযোগ করেন। তিনি বলেন, জামায়াত ধর্মকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং মানুষকে ভুল পথে পরিচালিত করছে।
বিএনপির দেশগঠনের পরিকল্পনা উপস্থাপন ও মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে সাত দিনব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিন ছিল সোমবার। কর্মসূচির মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে নাগরিকদের মতামত সংগ্রহ করবে দলটি। এসব মতামতের ভিত্তিতেই প্রস্তুত করা হবে বিএনপির নির্বাচনী ইশতেহার।
বিজ্ঞাপন
কর্মসূচির দ্বিতীয় সেশনের সমাপনীতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা এই কর্মসূচি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।








