Logo

নারী জাগরণের আলোক দিশারি ও অগ্রদূত বেগম রোকেয়া: তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ১৮:৫০
17Shares
নারী জাগরণের আলোক দিশারি ও অগ্রদূত বেগম রোকেয়া: তারেক রহমান
তারেক রহমান । ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কঠোর রক্ষণশীল পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন নারী জাগরণের একজন আলোক দিশারি এবং সেই সময়ের অগ্রদূত।

বিজ্ঞাপন

সোমবার (৮ ডিসেম্বর) বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বাণীতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বেগম রোকেয়া সমাজে নারীর পিছিয়ে পড়া অবস্থা উপলব্ধি করেছিলেন এবং শিক্ষার মাধ্যমে নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তিনি নারীর শিক্ষার বিস্তার ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে মুসলিম নারীসমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার ক্ষেত্রে বেগম রোকেয়া প্রথমে উদ্যোগ গ্রহণ করেছিলেন।

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, নারীমুক্তির বাণী বহন করতে গিয়ে বেগম রোকেয়াকে সমাজের গোঁড়া রক্ষণশীলদের প্রচণ্ড আক্রমণের মুখোমুখি হতে হয়েছিল। তবুও তিনি ছিলেন অদম্য ও অবিচল। তার ক্ষুরধার লেখনী সমাজে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত হানতে সক্ষম হয়েছিল। তিনি নারীর স্বায়ত্তশাসন ও আত্মমর্যাদা রক্ষায় সমাজ ও অর্থনীতিকে জীবনের কেন্দ্রবিন্দুতে রেখেছিলেন।

তিনি উল্লেখ করেন, বেগম রোকেয়ার আদর্শ ও কর্মময় জীবন নারীসমাজকে উদ্যমী ও অনুপ্রাণিত করবে। তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তারেক রহমান বেগম রোকেয়ার অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

বিজ্ঞাপন

বেগম রোকেয়ার জীবন ও শিক্ষায় বিশ্বাস আজও দেশের নারী সমাজকে আলোকিত ও আত্মনির্ভরশীল করে তোলার প্রেরণা জোগাচ্ছে। তার দূরদর্শী দৃষ্টিভঙ্গি নারী শিক্ষার প্রসার ও নারী স্বাধীনতার মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত এবং তা দেশের নারী সমাজের অগ্রগতিতে যুগান্তকারী ভূমিকা রাখছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD