Logo

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর গুজব: তাসনিম জারা

profile picture
জনবাণী ডেস্ক
৬ আগস্ট, ২০২৫, ২৪:৪৭
41Shares
পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর গুজব: তাসনিম জারা
ছবি: সংগৃহীত

পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের বিষয়টি গুজব: তাসনিম জারা

বিজ্ঞাপন

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের খবর ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

বিজ্ঞাপন

 ডা. তাসনিম জারা বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন এমন কোনো ঘটনাই ঘটেনি। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যেসব খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ গুজব।

বিজ্ঞাপন

এ দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তিনি ব্যক্তিগত ভ্রমণে রয়েছেন কক্সবাজারে। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টিকে গুজব। এ বিষয়ে কিছুই জানেন না তিনি।

এর আগে ফেসবুকে ছড়িয়ে পড়ে এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ’র কক্সবাজার ভ্রমণে গিয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন।

বিজ্ঞাপন

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তারা কেন কক্সবাজারে গেলেন- তা নিয়ে ফেসবুকে নানা প্রশ্ন করছেন নেটিজেনরা। 

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD