Logo

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর ৬৪তম জন্মদিনে বিশেষ আয়োজন

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৫, ২৪:৪৩
43Shares
গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর ৬৪তম জন্মদিনে বিশেষ আয়োজন
ছবি: সংগৃহীত

‘আইয়ুব বাচ্চু: সেলিব্রেটিং লাইফ, লিগেসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক এই অনুষ্ঠানে নতুন প্রজন্মের শিল্পীরাও গেয়ে শোনাবেন আইয়ুব বাচ্চুর কালজয়ী গান

বিজ্ঞাপন

বাংলাদেশের রক সংগীতকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার অগ্রদূতদের একজন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট হিসেবে পরিচিত এই শিল্পীর আজ ৬৪তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আয়োজনে অংশ নেবেন আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্য, এলআরবি ব্যান্ডের শিল্পী এবং তার দীর্ঘ কর্মজীবনের সহকর্মীরা।

‘আইয়ুব বাচ্চু: সেলিব্রেটিং লাইফ, লিগেসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক এই অনুষ্ঠানে গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, সুরকার ফোয়াদ নাসের বাবু, সংগীতশিল্পী নকীব খান, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদারসহ অনেকে শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুধু আলোচনা নয়, নতুন প্রজন্মের শিল্পীরাও গেয়ে শোনাবেন আইয়ুব বাচ্চুর কালজয়ী গান। এছাড়া আয়োজনে শিল্পীর কিছু অপ্রকাশিত গান প্রকাশ করার পরিকল্পনাও রয়েছে, যা ভক্তদের জন্য হবে বিশেষ উপহার।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD