নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী শত্রুঘ্ন, উচ্ছ্বসিত সোনাক্ষী
12Shares

ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা রেকর্ড ভোটে জিতছেন। আর এতে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার মেয়ে ও...
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা রেকর্ড ভোটে জিতছেন। আর এতে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার মেয়ে ও অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের খুশির বহিঃপ্রকাশ করেন এই অভিনেতা।
বিজ্ঞাপন
সোনাক্ষীর ভাই লব সিনহাও একটি পোস্ট করে আসানসোলের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেও শ্রদ্ধা জানান তারা।
৩ লাখ ৫৪৪ ভোটে শত্রুঘ্ন হারিয়েছেন বিজেপি প্রার্থী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালকে। শত্রুঘ্ন সিনহা পেয়েছেন ৬ লাখ ৫২ হাজার ৫৮৬ ভোট, সেখানে অগ্নিমিত্রা পাল পান ৩ লাখ ৫২ হাজার ৪২টি ভোট।
গত মঙ্গলবার (১২ এপ্রিল) পশ্চিমবঙ্গের দুই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। একটি লোকসভা ও অপরটি বিধানসভা উপনির্বাচন। সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিজ্ঞাপন
ওআ/








