অনূর্ধ্ব-১৫ বালক দলের বিপক্ষে পরাজিত জ্যোতির দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৭:৫৭ পিএম, ২০শে আগস্ট ২০২৫

প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে গেছে বাংলাদেশ নারী লাল দল। বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে বিসিবি অনূর্ধ্ব-১৫ বালক দলের বিপক্ষে ৮৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।
টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান তোলে অনূর্ধ্ব-১৫ বালক দল। দলের পক্ষে বায়োজিদ ৬৩ বলে ৪৬ এবং আলিফ ৮১ বলে ৪৫ রান করেন। ফাহিমের ব্যাট থেকে আসে ২০ রান।
আরও পড়ুন: মেসির সঙ্গেই ক্যারিয়ার শেষ করতে চান সুয়ারেজ
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ নারী লাল দল। ওপেনার শারমিন ৫৪ বলে ২০ ও তানজিম ৪১ বলে ১৬ রান করলেও বাকিরা ব্যর্থ হন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও শূন্য রানে আউট হন।
বালকদের হয়ে আদিব নেন তিনটি উইকেট, আর আলিফ ও জাহিন পান দুইটি করে উইকেট।
আরও পড়ুন: দেশের ইতিহাসে প্রথমবার পুরুষ দলের ম্যাচে নারী আম্পায়ার
ম্যাচে ব্যাটিংয়ে ভালো শুরু করলেও মিডল অর্ডারের ব্যর্থতা এবং নিয়মিত উইকেট হারানোয় বড় ব্যবধানে হারের মুখে পড়ে নারী লাল দল।
এএস