দেশের ইতিহাসে প্রথমবার পুরুষ দলের ম্যাচে নারী আম্পায়ার


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭:০১ পিএম, ২০শে আগস্ট ২০২৫


দেশের ইতিহাসে প্রথমবার পুরুষ দলের ম্যাচে নারী আম্পায়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। জাতীয় দলের পুরুষদের ম্যাচে প্রথমবারের মতো তিনি আম্পায়ারিং দায়িত্ব পালন করবেন। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পাবেন জেসি।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত সিরিজের অফিসিয়াল তালিকা অনুযায়ী, ৩০ আগস্ট প্রথম ম্যাচে মাঠের আম্পায়ার থাকবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান, টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন জেসি।


আরও পড়ুন: বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল নেদারল্যান্ডস


১ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে টিভি আম্পায়ার হবেন জেসি, আর চতুর্থ আম্পায়ার থাকবেন মোর্শেদ আলী খান। সিরিজের শেষ ম্যাচে (৩ সেপ্টেম্বর) আবারও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।


এই দায়িত্বের মাধ্যমে জেসি আন্তর্জাতিক অঙ্গনে বড় অভিজ্ঞতা সঞ্চয় করবেন, যা আগামী নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর জন্য তার প্রস্তুতিতে সহায়ক হবে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপে বাংলাদেশসহ মোট ৮টি দল অংশ নেবে।


এএস