মেসিকে ছাড়াই সুয়ারেজের জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:০৮ পিএম, ২১শে আগস্ট ২০২৫


মেসিকে ছাড়াই সুয়ারেজের জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি
ছবি: সংগৃহীত

লিগস কাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ছিলেন না মাঠে। পায়ের অস্বস্তির কারণে খেলতে না পারলেও বন্ধুর অনুপস্থিতি পূরণ করে দেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। তার দুইটি গোলের সুবাদে মেক্সিকোর ক্লাব টাইগ্রেসকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।


বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে চেজ স্টেডিয়ামে টাইগ্রেসকে ২-১ গোলে হারায় মায়ামি। তবে ম্যাচে অস্বস্তি কম ছিল না। প্রথমার্ধে সতীর্থের সঙ্গে সংঘর্ষে ইনজুরিতে পড়েন ডিফেন্ডার জর্দি আলবা।


আরও পড়ুন: ভুটানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ


একইসঙ্গে যোগ করা সময় শেষ হলেও খেলা চালিয়ে যাওয়ায় রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো। ফলে সেমিফাইনালে তিনি ডাগআউটে দাঁড়াতে পারবেন না।


ম্যাচের ২৩ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ। তবে ৬৭ মিনিটে টাইগ্রেস আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোরেয়ার গোলে সমতায় ফেরে। শেষ সময়ে আবারও পেনাল্টি পায় মায়ামি, আর ৮৯ মিনিটে গোল করে জয়সূচক মুহূর্ত উপহার দেন সুয়ারেজ।


আরও পড়ুন: অনূর্ধ্ব-১৫ বালক দলের বিপক্ষে পরাজিত জ্যোতির দল


এ জয়ে লিগস কাপের সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে ওরল্যান্ডো সিটি বা তালুকার মধ্যে বিজয়ী দলের।


এএস