পুরুষদের অভিজ্ঞতা ও পিতৃতন্ত্র নিয়ে খোলামেলা বক্তব্য দিলেন বাঁধন


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২:০৫ পিএম, ২১শে আগস্ট ২০২৫


পুরুষদের অভিজ্ঞতা ও পিতৃতন্ত্র নিয়ে খোলামেলা বক্তব্য দিলেন বাঁধন
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভাবনা ও অভিজ্ঞতা নিয়মিত শেয়ার করে থাকেন। সর্বশেষ এক পোস্টে তিনি পুরুষদের নিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করেছেন।


বাঁধন লিখেছেন, তিনি পুরুষদের ঘৃণা করেন না, বরং ঘৃণা করেন পিতৃতন্ত্রকে এবং সেই সঙ্গে নারী-পুরুষ উভয়কেই, যারা এই ব্যবস্থা টিকিয়ে রাখে।


আরও পড়ুন: ট্রল করা মানুষরা হতাশা ও ঈর্ষাগ্রস্ত: দীঘি


তিনি জানান, জীবনের অনেক পুরুষ তার ব্যক্তিত্ব গঠনে গভীর প্রভাব রেখেছেন। এর মধ্যে তার বাবা অন্যতম, যিনি তাকে জীবনের নানা দিক থেকে গড়ে তুলেছেন। এছাড়া, চলচ্চিত্র রেহানা মরিয়ম নূর-এর পরিচালক সাদের প্রভাবও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।


বাঁধন তার দুই ভাইয়ের কথাও উল্লেখ করেন। তাদের সঙ্গে মতপার্থক্য থাকলেও সবসময় পাশে ছিলেন তারা। এমনকি শরিয়াহ আইনে মেয়েরা সম্পত্তির সমান ভাগ না পেলেও তার দুই ভাই নিজেদের অংশ সমানভাবে তার সঙ্গে ভাগ করে নিয়েছেন, যা তিনি ন্যায্যতা ও ভালোবাসার প্রতীক হিসেবে দেখেন।


আরও পড়ুন: মায়ের মতো বউ পেয়েছি: জাহিদ হাসান


এদিকে, কিছু নেতিবাচক অভিজ্ঞতার কথাও অকপটে তুলে ধরেন বাঁধন। তার ভাষ্যে, জীবনে কিছু পুরুষের আচরণ ছিল অসম্মানজনক, সহিংস ও অমানবিক। তবে তাদের নিষ্ঠুরতা তাকে ভেঙে না দিয়ে বরং অন্যায়ের বিরুদ্ধে আগ্নেয়গিরির মতো জ্বলে উঠতে শিখিয়েছে।


শেষে তিনি আবারও স্পষ্ট করে লিখেছেন, “আমি পুরুষদের অপছন্দ করি না, আমি ঘৃণা করি পিতৃতন্ত্রকে। আর হ্যাঁ, আমি পুরুষদের ভালোবাসি।”


এএস