প্ল্যাটিনামে মোড়ানো কিং খানের ঘড়ি, দাম জানলে চমকে যাবেন!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:৪৮ পিএম, ২২শে আগস্ট ২০২৫

বলিউডের বাদশা শাহরুখ খান মানেই যেন এক অনন্য আভিজাত্যের ছোঁয়া। অভিনয় কিংবা ব্যক্তিত্ব, সব কিছুতেই এই অভিনেতা নিজেকে আলাদা করে তুলে ধরেন। সম্প্রতি ছেলে আরিয়ান খানের নির্মিত প্রথম সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রচার অনুষ্ঠানে সপরিবারে হাজির হয়েছিলেন কিং খান।
পুরো পরিবার যেন কালো পোশাকে এক ফ্রেমে ধরা দিয়েছিল। আরিয়ানের প্রতি বাবা-মা’র ভালোবাসার সেই দৃশ্য হৃদয় ছুঁয়ে গেলেও, ফ্যাশনপ্রেমীদের চোখ আটকে গিয়েছিল শাহরুখ খানের হাতের ঘড়িতে।
আরও পড়ুন: ‘সেই চুক্তি আর থাকছে না’ যা জানালেন শ্রাবন্তী
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কালো স্যুট আর প্যান্টের সঙ্গে তার বাম হাতে শোভা পাচ্ছিল একটি অসাধারণ ঘড়ি। ঘড়িটির বেল্ট ছিল কুমিরের চামড়ার এবং পুরো ঘড়িটি তৈরি হয়েছে প্ল্যাটিনাম দিয়ে। ঘড়িটির দাম জানতে পেরে অনেকেই অবাক হয়েছেন। এর বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।
দীর্ঘ চার বছর ধরে আরিয়ান খান এই সিরিজটি নিয়ে কাজ করেছেন। বাবা-মায়ের পাশাপাশি আরিয়ানের এই প্রথম কাজ নিয়ে পুরো বলিউডই এখন বেশ উচ্ছ্বসিত।
আরও পড়ুন: ভক্তদের সারপ্রাইজ দিলেন হানিয়া আমির
প্রচার অনুষ্ঠানের পর শাহরুখকে হাতের ব্যান্ডেজ নিয়েও ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিতে দেখা যায়। তবে ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, তার হাতের এই ঘড়িটি শুধু একটি ঘড়ি নয়, এটি যেন তার অসীম সাফল্যের এক প্রতীক। এটিই প্রমাণ করে, তিনি কেন বলিউড জগতের ‘বাদশা’।
এমএল/