‘আপনি স্বাধীন খসরু নন, অশ্লীল খসরু’ উপদেষ্টাকে নিয়ে মন্তব্যের নিন্দা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫০ পিএম, ২২শে আগস্ট ২০২৫

প্রখ্যাত সাহিত্যিক ও পরিচালক হুমায়ূন আহমেদ নির্মিত জনপ্রিয় নাটক ‘তারা তিনজন’ দিয়ে ব্যাপক পরিচিতি পান ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। কিন্তু সম্প্রতি তার কিছু কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে রীতিমতো নড়েচড়ে বসেছে নেটিজনতারা। শুধু তাই নয়, এই অভিনেতাকে নিয়ে সমালোচনা ও নিন্দার ঝড় বইছে দেশের তারকামহল জুড়েও।
বৃহস্পতিবার (২১ আগস্ট) নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন খসরু। সেখানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় নিন্দার ঝড়; অভিনেতাকে অত্যন্ত অশালীন বলে তোপ দাগা হয়; সঙ্গে দেওয়া হয় ‘মানসিক বিকারগ্রস্ত’ তকমাও। নেটিজেনদের মত, মানুষের নৈতিকতা ও মূল্যবোধ যখন ধ্বংস হয় তখন সে যা খুশি তাই বলতে থাকে।
আরও পড়ুন: আবারও শাকিব খানকে নিয়ে যা জানালেন অপু বিশ্বাস
এ ঘটনায় সরব হয়েছে দেশের তারকাঅঙ্গনও। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার নিজের ফেসবুকে লিখেছেন, ‘একজন অভিনেতা কুরুচিপূর্ণ মন্তব্য বা বিকারগ্রস্তের মতো কথা বলতে পারেন না। যারা এমন করেন তারা বোধসম্পন্ন মানুষই না! অভিনেতা হিসেবে পরিমিতিবোধ থাকা জরুরি। কথায় পরিমিত ও সংযত হন। আপনি আমাদের দেখা স্বাধীন খসরু নন, আপনি অশ্লীল খসরু।’
অভিনেত্রী এলিনা শাম্মী লিখেছেন, ‘স্বাধীন নামের একজন পুরুষ শিল্পী একজন নারী উপদেষ্টাকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে ভিউ বাণিজ্যে নেমেছে।
আরও পড়ুন: ভারতে দাঙ্গা পেরিয়ে ঢাকায় এসে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ছোটপর্দার অভিনেতা আরশ খান লিখেছেন, ‘রাজনৈতিক মতবাদ একজন মানুষের থাকতেই পারে। কিন্তু আপনি যখন একজন অভিনেতা তখন আপনার ন্যূনতম বোধ থাকাটা জরুরি। আপনার বাচনভঙ্গি সুন্দর হওয়া জরুরি। পরিষ্কার মস্তিষ্কের পরিষ্কার ব্যবহার জরুরি।’
উল্লেখ্য, অনেকদিন ধরেই অভিনয়ে নিয়মিত নন স্বাধীন খসরু। তবে এর মধ্যে একাধিকবার বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য শিরোনাম হয়েছেন তিনি। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুর পর থেকে নিজেকে আরও গুটিয়ে নেন এই অভিনেতা। বর্তমানে তিনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন।
এমএল/