ভারতে দাঙ্গা পেরিয়ে ঢাকায় এসে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৮ পিএম, ২১শে আগস্ট ২০২৫

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক রাজ রাজ্জাকের প্রয়াণ দিবস বৃহস্পতিবার (২১ আগস্ট)। ২০১৭ সালের এই দিনে ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন। তাঁর চলে যাওয়া দেশের চলচ্চিত্র অঙ্গনে এক বড় শূন্যতা তৈরি করেছে।
রাজ্জাকের জন্ম ১৯৪২ সালে কলকাতায়। কিশোর বয়সে মঞ্চ নাটক থেকে অভিনয়ের শুরু হলেও, ১৯৬৪ সালের দাঙ্গার উত্তাপে জীবন গড়তে পরিবারসহ ঢাকায় আসেন। কঠোর পরিশ্রম ও দৃঢ়সংকল্পের মধ্য দিয়ে তিনি টেলিভিশন নাটক “ঘরোয়া নাম” এবং পরবর্তীতে “বেহুলা” ছবির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।
আরও পড়ুন: ট্রল করা মানুষরা হতাশা ও ঈর্ষাগ্রস্ত: দীঘি
তিনি “কি যে করি” ছবিতে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং জীবদ্দশায় চারবার জাতীয় সম্মাননা অর্জন করেন। রোমান্টিক, অ্যাকশন, কমেডি ও সামাজিক চরিত্রে দক্ষতার জন্য তিনি বাংলাদেশের চলচ্চিত্রের আইকন হিসেবে পরিচিত।
রাজ্জাক দুই পুত্র বাপ্পারাজ ও সম্রাটকে নিয়ে একসঙ্গে অভিনয় করেছেন। ব্যক্তিজীবনে তিনি সন্তুষ্ট ছিলেন, তবে বড়মেয়ে শম্পার অকাল মৃত্যু ছিল তাঁর জীবনের এক ব্যথা।
আরও পড়ুন: মায়ের মতো বউ পেয়েছি: জাহিদ হাসান
রাজ্জাকের জীবন সংগ্রাম, নিষ্ঠা ও প্রতিভার গল্প আজও চলচ্চিত্রপ্রেমীদের জন্য প্রেরণার উৎস।
আরএক্স/