মায়ের মতো বউ পেয়েছি: জাহিদ হাসান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:১৬ পিএম, ২১শে আগস্ট ২০২৫


মায়ের মতো বউ পেয়েছি: জাহিদ হাসান
ফাইল ছবি।

দেশের জনপ্রিয় তারকা জুটি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ দীর্ঘ ২৮ বছর ধরে সুখী দাম্পত্য জীবন যাপন করছেন। তবে সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে না দেখায় অনেকেই মনে করেন, তাদের সম্পর্ক ভালো নেই।


সম্প্রতি এক অনুষ্ঠানে জাহিদ হাসান বলেন, “আমরা ভালো আছি। মৌ আমার সবকিছু খেয়াল রাখে, রান্না করে খাওয়ায়। আমি আসলেই মায়ের মতো একটা বউ পেয়েছি। মা যেমন আদর করে, টেক কেয়ার করে, মাঝে মাঝে বিরক্তও হয়—মৌও তাই। আমাদের কখনও ইগোর সংঘাত হয় না, কারণ সে আমার চেয়ে ভালো মনের মানুষ।”


আরও পড়ুন: ভক্তদের সারপ্রাইজ দিলেন হানিয়া আমির


একসঙ্গে কোথাও না যাওয়া প্রসঙ্গে তিনি জানান, “আমরা সত্যিই একসঙ্গে কোথাও যাই না। আমার শুটিং রাত পর্যন্ত থাকে। এমনকি আমার ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি। এখন কোনো ক্লাবে গেলে আড্ডা ছেড়ে আসতে ইচ্ছে করে না। তাই অনুষ্ঠানগুলোতে মৌ একাই যায়। তবে সে দেশে না থাকলে আমি চেষ্টা করি।”


আরএক্স/