ট্রল করা মানুষরা হতাশা ও ঈর্ষাগ্রস্ত: দীঘি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:৩৭ পিএম, ২১শে আগস্ট ২০২৫

শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক হয় প্রার্থনা ফারদিন দীঘির। দীর্ঘ বিরতির পর নায়িকা হিসেবে ফেরার পথে তার জীবন সহজ ছিল না। নানা সময়ে গসিপের শিকার হয়েছেন, ট্রলেরও।
দীঘি বলেন, “প্রথমে ট্রল হলে খুব কষ্ট হতো। ভেঙে পড়তাম। ভাবতাম, আমি তো ট্রল হওয়ার মতো কিছু করি নাই। পরে দেখলাম শাকিব খান, জয়া আহসান, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এমনকি আমার প্রিয় রণবীরকেও ট্রল করা হয়।”
আরও পড়ুন: ভক্তদের সারপ্রাইজ দিলেন হানিয়া আমির
তিনি আরও বলেন, ট্রলের মূল কারণ হলো ঈর্ষা। “কিছু মানুষের স্বভাবই অন্যকে ট্রল করা। যারা ট্রল করে, তারা আসলে হতাশাগ্রস্ত ও অসফল মানুষ। সফলদের দেখে তাদের ঈর্ষা হয়। সেই ঈর্ষা থেকেই তারা ট্রল করে।”
দীঘি মনে করেন, ট্রল নিয়ে বেশি ভাবলে নিজের ক্ষতি। “একজন মানুষকে সবাই ভালোবাসবে – এটা সম্ভব নয়। নেগেটিভভাবে নিলে হতাশ হয়ে পড়ব, কাজে মনোযোগ দিতে পারব না। তাই এদের প্রাধান্য দেওয়া বোকামি।”
আরও পড়ুন: দেবের সঙ্গে সানি লিওনের ভিডিও ভাইরাল
সর্বশেষ ‘জংলি’ সিনেমার মাধ্যমে দর্শকের মুগ্ধতা অর্জন করেছেন দীঘি। এম রহিম পরিচালিত সিনেমায় নায়ক সিয়াম আহমেদের বিপরীতে তাকে দেখা গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে কয়েকটি শো শেষ করে দেশে ফিরেছেন এবং শিগগিরই নতুন প্রজেক্টে কাজ শুরু করবেন।
আরএক্স/