হঠাৎ রহস্যময় পোস্ট অপু বিশ্বাসের, গোপন প্রেমের আভাস?


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১:৩৭ পিএম, ২৩শে আগস্ট ২০২৫


হঠাৎ রহস্যময় পোস্ট অপু বিশ্বাসের, গোপন প্রেমের আভাস?
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের দর্শক নন্দিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজের অভিনয় দিয়েই দর্শকদের মন জয় করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজ অঙ্গনে সক্রিয় থাকলেও বর্তমানে পর্দার ব্যস্ততা থেকে খানিকটা দূরে তিনি। তবে এতে ভক্ত-অনুরাগীদের কাছে তার জনপ্রিয়তায় মোটেও ভাটা পড়েনি; তাই মাঝেমধ্যেই ভিন্ন ভিন্ন ফটোশুট-মেকওভারে নিজেকে উপস্থাপন করেন তিনি।


শনিবার (২৩ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। ছবিতে দেখা যায়, সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় নিজেকে মেলে ধরেছেন এই অভিনেত্রী। কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন।


আরও পড়ুন: আবারও শাকিব খানকে নিয়ে যা জানালেন অপু বিশ্বাস


মেক ওভারের এই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন।


অপু বিশ্বাসের এই নতুন রূপ তার ভক্তদের দারুণভাবে নাড়া দিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে প্রতিক্রিয়া দিয়েছেন হাজারো ভক্ত; মন্তব্যঘর ভরে উঠেছে প্রশংসায়।


আরও পড়ুন: অনুমতি ছাড়াই ছবি-ভিডিও ব্যবহারে হুঁশিয়ারি প্রভার


প্রসঙ্গত, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্র দিয়ে আলোচনায় উঠে আসেন অপু বিশ্বাস। তবে এর আগেই আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে কাজ করেছিলেন তিনি। এরপর শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় জুটি বেঁধে কাজ করেছেন, যা দীর্ঘদিন ধরে ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত নায়ক-নায়িকার জুটি হিসেবে প্রশংসিত হয়েছিল।


এমএল/