Logo

নায়িকাদের ছোট পোশাক নিষিদ্ধ, সালমান খানের সেটে রয়েছে কড়া নিয়ম!

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ২২:৫৮
52Shares
নায়িকাদের ছোট পোশাক নিষিদ্ধ, সালমান খানের সেটে রয়েছে কড়া নিয়ম!
ছবি: সংগৃহীত

বলিউডের সবচেয়ে প্রভাবশালী অভিনেতাদের একজন সালমান খান।

বিজ্ঞাপন

বলিউডের সবচেয়ে প্রভাবশালী অভিনেতাদের একজন সালমান খান। প্রায় সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করে আসছেন এই তারকা। অসংখ্য সুপারহিট ছবির নায়ক সালমান একাধিক নবাগত নায়িকাকেও সুযোগ দিয়েছেন বড় পর্দায়। তবে তার সিনেমার সেটে কাজ করতে হলে মানতে হয় কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন, বিশেষ করে নায়িকাদের জন্য রয়েছে কড়া পোশাকবিধি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘জয় হো’ ছবির নায়িকা ও সালমানের ঘনিষ্ঠ সহকর্মী ডেইজি শাহ সম্প্রতি জানিয়েছেন, ভাইজানের সেটে পোশাক নিয়ে কড়া বিধিনিষেধ চালু থাকে। বিশেষ করে মেয়েদের ছোট পোশাক বা বক্ষবিভাজিকা দৃশ্যমান থাকে এমন পোশাক পরে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। 

এমনকি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘অন্তিম’ ছবির শুটিংয়েও এ নিয়ম মানতে হয়েছে নায়িকাদের। সেটে কেউ ছোট পোশাক পরে কাজ করতে পারেননি!

বিজ্ঞাপন

ডেইজি বলেন, সালমানের মতে- শরীর প্রদর্শনের চেয়ে শরীর ঢেকে রাখা মেয়েদের আরও সুন্দর করে তোলে। তাই তিনি চান না, কোনো অভিনেত্রীকে তার ছবিতে কেবল ‘শো-পিস’ হিসেবে ব্যবহার করা হোক।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন সালমান খান। এরপর ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দিয়ে মূলত তার জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়ে ওঠে। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বলিউডের প্রথম সারির তারকা হিসেবে টিকে আছেন এবং আজও নতুন প্রজন্মের নায়িকাদের সঙ্গে সমানতালে কাজ করে যাচ্ছেন। অনেক অভিনেত্রীর ক্যারিয়ার গড়ায়ও তার বড় অবদান রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: আনন্দবাজার

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD