আবারও আকর্ষণীয় লুকে ধরা দিলেন মিমি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:৪৫ পিএম, ২৩শে আগস্ট ২০২৫


আবারও আকর্ষণীয় লুকে ধরা দিলেন মিমি
মিমি চক্রবর্তী। সংগৃহীত ছবি।

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর ক্যারিয়ারে এখন শুভ সময় চলছে। বিকিনি লুকে প্রকাশিত ছবিতে ঝড় তুলেছেন তিনি। শুধু টালিউড নয়, বলিউডেও অভিনেত্রীর প্রতি নতুন আগ্রহ তৈরি হয়েছে।


আরও ‍পড়ুন: নুসরাত জাহান আইটেম গানে ঝড় তুললেন


আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘রক্তবীজ ২’, যেখানে মিমিকে দেখা যাবে ‘সংযুক্তা মিত্র’ চরিত্রে। ছবিতে অ্যাকশনের পাশাপাশি স্বপ্নদৃশ্যে বিকিনি লুকেও দর্শকদের মুগ্ধ করবেন তিনি।


আবার চলতি বছরেই হয়তো শুরু হয়ে যেতে পারে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং। সেখানে আছেন মিমি। বিক্রম মোতওয়ানে পরিচালিত সেই সিনেমায় মিমি হচ্ছেন ‘ডোনা গাঙ্গুলী’। চমক আরও আছে। এর মধ্যেই মিমি নাকি পরিচালক সুজিত সরকারের সঙ্গেও কাজ করতে চলেছেন।


নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে মিমির কাজ এই প্রথম নয়। ‘পোস্ত’, ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’, ‘রক্তবীজ’ হয়ে উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে এটি তার চতুর্থ সিনেমা। এর আগের সিনেমায় অভিনেত্রী দাপুটে পুলিশ অফিসার। আসন্ন সিনেমায় স্বপ্নদৃশ্যে সেই মিমি বিকিনি পরে উত্তাপও ছড়াবেন। 


ইতোমধ্যে সেই ছবি প্রকাশ্যে এসেছে। নেটদুনিয়ায় প্রশংসিত মিমি। অনেকেই ‘ওয়ার ২’ সিনেমায় অভিনেত্রী কিয়ারা আদভানির ‘বিকিনি লুক’-এর সঙ্গেও তাকে তুলনা করেছেন।


আরও ‍পড়ুন: এবার চমক নিয়ে আসছেন তামান্না ভাটিয়া


মিমির এ সাহস দেখেই কি বলিউড নতুন করে তার প্রতি আগ্রহী হয়ে উঠেছে? এমন প্রশ্নে অভিনেত্রীর মুখে কুলুপ। তবে টালিউডের অন্দরের খবর— মিমি চক্রবর্তী প্রথমসারির এক গহনা প্রস্তুতকারী সংস্থার মুখ।পূজায় সেই সংস্থার জন্য বিজ্ঞাপনচিত্র নির্মাণ করবেন ‘পিঙ্ক’-এর কাহিনিকার সুজিত সরকার।


এসডি/