‘বাজেভাবে স্পর্শ করছিল, পেছনে ফিরেই ঘুষি মারতে শুরু করি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:৫৭ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

বলিউড অভিনেত্রী ডেইজি শাহ সম্প্রতি এক সাহসী স্বীকারোক্তির মাধ্যমে শিরোনামে এসেছেন। ‘জয় হো’ খ্যাত এই অভিনেত্রী জানিয়েছেন, জীবনে দু’বার ভয়াবহ যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি একবার নিজের শহর ডোম্বিভলিতে, অন্যবার একটি ছবির শুটিং সেটে জয়পুরে।
আরও পড়ুন: দেব-ইধিকার ঘনিষ্ঠতা নিয়ে টলিপাড়ায় জল্পনা, প্রেমের গুজব কি সত্যি?
এক সাক্ষাৎকারে ডেইজি জানান, ডোম্বিভলিতে তিনি ফুটপাথে হাঁটার সময় হঠাৎ এক ব্যক্তি তাকে অশোভনভাবে স্পর্শ করে চলে যায়। চারপাশে প্রচণ্ড ভিড় থাকায় তিনি বুঝতেই পারেননি, কে এমনটা করল। ক্ষুব্ধ হলেও সেদিন কিছুই করতে পারেননি।
কিন্তু জয়পুরে শুটিং সেটে ফের একই ঘটনার শিকার হলে মুখ বুজে থাকতে পারেননি অভিনেত্রী। তার ভাষায় ‘ আমরা জয়পুরের একটি বিখ্যাত মহলে গানের শুট করছিলাম। প্রায় ৫০০ দর্শক আর ২০০ নৃত্যশিল্পীর ভিড় ছিল। প্যাক-আপের সময় সবাই একসঙ্গে বের হতে গিয়ে ঠেলাঠেলি শুরু হয়। তখনই কেউ আমার নিতম্বে বাজেভাবে স্পর্শ করে। আমি এতটাই রেগে যাই যে পেছনে না তাকিয়ে লোকজনকে ঘুষি মারতে শুরু করি। যাকে দেখলাম, তাকেই মারলাম, কারণ আমি খুব রেগে গিয়েছিলাম।’
পরিস্থিতি আরও জটিল হয় প্যাক-আপের পর। এক স্থানীয় ব্যক্তি তাকে শাস্তি দেওয়ার হুমকি দিলে ডেইজি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন ‘আমি তাকে মারলাম কারণ সে ঠিক মতো কথা বলছিল না এবং আমার নারী হওয়াকে দুর্বলতা ভেবেছিল। আমি তাকে বলেছিলাম সাহস থাকলে সামনে আসো, মুখ দেখাও, তারপর কিছু করার চেষ্টা করো।’
আরও পড়ুন: নায়িকাদের ছোট পোশাক নিষিদ্ধ, সালমান খানের সেটে রয়েছে কড়া নিয়ম!
প্রসঙ্গত, ২০১৪ সালে সালমান খানের বিপরীতে ‘জয় হো’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ডেইজি শাহ। এরপর ‘হেট স্টোরি ৩’, ‘রেস ৩’-এর মতো ছবিতে অভিনয় করেন তিনি। তাকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের মিস্ট্রি অব দ্য ট্যাটু ছবিতে। বর্তমানে তিনি নতুন কোনো প্রজেক্টে যুক্ত হননি।
এসডি/