Logo

‘বাজেভাবে স্পর্শ করছিল, পেছনে ফিরেই ঘুষি মারতে শুরু করি’

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৫, ০২:২৭
57Shares
‘বাজেভাবে স্পর্শ করছিল, পেছনে ফিরেই ঘুষি মারতে শুরু করি’
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ডেইজি শাহ সম্প্রতি এক সাহসী স্বীকারোক্তির মাধ্যমে শিরোনামে এসেছেন।

বিজ্ঞাপন

বলিউড অভিনেত্রী ডেইজি শাহ সম্প্রতি এক সাহসী স্বীকারোক্তির মাধ্যমে শিরোনামে এসেছেন। ‘জয় হো’ খ্যাত এই অভিনেত্রী জানিয়েছেন, জীবনে দু’বার ভয়াবহ যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি একবার নিজের শহর ডোম্বিভলিতে, অন্যবার একটি ছবির শুটিং সেটে জয়পুরে।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে ডেইজি জানান, ডোম্বিভলিতে তিনি ফুটপাথে হাঁটার সময় হঠাৎ এক ব্যক্তি তাকে অশোভনভাবে স্পর্শ করে চলে যায়। চারপাশে প্রচণ্ড ভিড় থাকায় তিনি বুঝতেই পারেননি, কে এমনটা করল। ক্ষুব্ধ হলেও সেদিন কিছুই করতে পারেননি।

বিজ্ঞাপন

কিন্তু জয়পুরে শুটিং সেটে ফের একই ঘটনার শিকার হলে মুখ বুজে থাকতে পারেননি অভিনেত্রী। তার ভাষায় ‘ আমরা জয়পুরের একটি বিখ্যাত মহলে গানের শুট করছিলাম। প্রায় ৫০০ দর্শক আর ২০০ নৃত্যশিল্পীর ভিড় ছিল। প্যাক-আপের সময় সবাই একসঙ্গে বের হতে গিয়ে ঠেলাঠেলি শুরু হয়। তখনই কেউ আমার নিতম্বে বাজেভাবে স্পর্শ করে। আমি এতটাই রেগে যাই যে পেছনে না তাকিয়ে লোকজনকে ঘুষি মারতে শুরু করি। যাকে দেখলাম, তাকেই মারলাম, কারণ আমি খুব রেগে গিয়েছিলাম।’

পরিস্থিতি আরও জটিল হয় প্যাক-আপের পর। এক স্থানীয় ব্যক্তি তাকে শাস্তি দেওয়ার হুমকি দিলে ডেইজি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন ‘আমি তাকে মারলাম কারণ সে ঠিক মতো কথা বলছিল না এবং আমার নারী হওয়াকে দুর্বলতা ভেবেছিল। আমি তাকে বলেছিলাম সাহস থাকলে সামনে আসো, মুখ দেখাও, তারপর কিছু করার চেষ্টা করো।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৪ সালে সালমান খানের বিপরীতে ‘জয় হো’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ডেইজি শাহ। এরপর ‘হেট স্টোরি ৩’, ‘রেস ৩’-এর মতো ছবিতে অভিনয় করেন তিনি। তাকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের মিস্ট্রি অব দ্য ট্যাটু ছবিতে। বর্তমানে তিনি নতুন কোনো প্রজেক্টে যুক্ত হননি।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD