বাংলোর ভিডিও ভাইরাল হওয়ায় চটেছেন আলিয়া


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:৫৯ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


বাংলোর ভিডিও ভাইরাল হওয়ায় চটেছেন আলিয়া
সংগৃহীত ছবি।

বলিউডের জনপ্রিয় জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুরের মুম্বাইয়ের পালি হিলে নির্মিত নতুন ছয়তলা বাংলো নিয়ে নেটমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। প্রায় ২৫০ কোটি রুপি ব্যয়ে তিন বছর ধরে নির্মিত এই বাড়িটি রাজ কাপুরের ঐতিহ্যবাহী কৃষ্ণ রাজ প্রপার্টির জায়গায় অবস্থিত।

 

আরও পড়ুন: অমিতাভের নাতি নয়, শাহরুখ কন্যার সঙ্গী এখন সালমানের ভাতিজা!


কিন্তু সম্প্রতি অনুমতি ছাড়া বাংলোর একটি ভিডিও ভাইরাল হওয়ায়  বিষয়টি নিয়ে চটেছেন আলিয়া।

এ নিয়ে সামাজিক মাধ্যমে আলিয়া লিখেছেন, ‘আমাদের বাড়ির ভিডিও অনুমতি ছাড়া তোলা হয়েছে এবং অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা স্পষ্টতই ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ও নিরাপত্তার জন্য বড় সমস্যা। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও তোলা কখনোই ঠিক নয়।’


আরও পড়ুন: সমুদ্রবিলাসে সহকর্মীকে নিয়ে পরীমনির খুনসুটি


নেটিজেনরাও ব্যাপকভাবে আলিয়ার বক্তব্যের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলেছেন, ‘এটা সরাসরি গোপনীয়তার লঙ্ঘন,’ আবার অনেকে মন্তব্য করেছেন, ‘সব দোষ পাপারাৎজিদের নয়, মিডিয়াকেই হয়তো আগেভাগেই খবর দেওয়া হয়, তাই ভিডিও বাইরে এসেছে।’


এসডি/