সিনেমার মতো এন্ট্রি, থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৪৯ পিএম, ২৭শে আগস্ট ২০২৫

সাম্প্রতিক এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও নতুন রাজনীবিদ থালাপতি বিজয়। বিজেপিকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাজনৈতিক মঞ্চে শক্ত বার্তাও দেন তিনি। তবে জনপ্রিয়তার সেই ঢেউ এখনও স্থায়ী হওয়ার আগেই নতুন বিতর্কে জড়ালেন দক্ষিণের এই সুপারস্টার।
আরও পড়ুন: সিনেমার নায়ক থেকে যেভাবে রাজনীতির ময়দানে জননায়ক বিজয়
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)-এর ২১ আগস্টের একটি জনসভায় অংশ নিতে যান তিনি। অনুষ্ঠানটি হয় তামিলনাড়ুর মাদুরাই জেলার পারাপাথি এলাকায়। সেখানে তাকে একনজর দেখতে এবং বক্তব্য শুনতে হাজার হাজার ভক্ত-অনুরাগী ভিড় করেন।
ভিড় সামলাতে গিয়ে উৎসাহী কয়েকজন ব্যক্তি র্যাম্পে উঠে পড়লে, বিজয়ের দেহরক্ষীরা তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, এক ব্যক্তি সাত ফুট উঁচু র্যাম্প থেকে ছিটকে পড়ে আহত হন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত এক ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।
এই ঘটনার পর শরৎ কুমার নামের এক ব্যক্তি বিজয় এবং তার দেহরক্ষীদের বিরুদ্ধে পেরাম্বালুর থানায় অভিযোগ দায়ের করেন। তার দাবি, বিজয়ের বাউন্সাররা তাকে মারধর করে এবং জোর করে র্যাম্প থেকে ফেলে দেয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) তিনি টিভিকে’র প্রধান এবং তার বাউন্সারদের বিরুদ্ধে অভিযোগ জানালে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৮৯(২), ২৯৬(বি) এবং ১১৫(আই)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: কাবিলা যে আমাকে মিস করে, এটা ভালো লাগছে: পারসা ইভানা
২১ তারিখের জনসভাতেই বিজয় ঘোষণা করেন তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তামিলাগা ভেট্রি কাজাগম একাই লড়বে। ২০২৪ সালে তিনি এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। সুপারস্টার বিজয় ভোটের ময়দানে নামতেই তাকে দেখতে ভিড় ভক্তদের। সেই ভিড়ের ফলেই এই ঘটনা বলে অনুমান।
সূত্র: এনডিটিভি
এসডি/