বাজার মাতাতে গিয়েই মামলা খেলেন শাহরুখ-দীপিকা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:৩৮ পিএম, ২৭শে আগস্ট ২০২৫

বলিউডের জনপ্রিয় সফল জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। বেশকিছু সিনেমায় তাদের দুজনার জুটি দর্শক মাতিয়েছেন। এবার তাদের দুজনার নামের পাসে দাড়ালো প্রতারণার অভিযোগে। ভারতের রাজস্থানের ভরতপুর জেলার এক বাসিন্দা কীর্তি সিং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের ছয় কর্মকর্তা ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
আরও পড়ুন: বাংলোর ভিডিও ভাইরাল হওয়ায় চটেছেন আলিয়া
অভিযোগের নথি অনুযায়ী, ২০২২ সালের জুনে হুন্দাইয়ের আলকাজার মডেলের একটি গাড়ি কেনেন কীর্তি। তার অভিযোগ, গাড়িটি ত্রুটিপূর্ণ ছিল এবং সেটি ইচ্ছাকৃতভাবেই তাকে বিক্রি করা হয়েছে। ক্রয়ের পর থেকে গাড়িটিতে একাধিক সমস্যা দেখা দিলেও কোম্পানি বিষয়টি মীমাংসা করতে পারেনি।
অভিযোগকারী কীর্তি সিং বলেন, গাড়িটি কেনার জন্য ব্যাংক ঋণ নিয়েছিলাম, কিন্তু গাড়ির সমস্যা আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।”
এখানে শাহরুখ ও দীপিকার দোষটা কি এমন প্রশ্নে কীর্তি জানান, এই দুই তারকা হলেন হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কীর্তির ভাষ্য অনুযায়ী, ‘এই দুই তারকা ত্রুটিপূর্ণ পণ্যের মার্কেটিং ও ব্র্যান্ডিং করে ভোক্তাদের প্রভাবিত করেছেন। ফলে তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।’
এই অভিযোগ নিয়ে কীর্তি সিং প্রথমে আদালতের দ্বারস্থ হন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আদালত-২)–এর নির্দেশে মথুরা গেট থানায় এফআইআর দায়ের করা হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এখন পর্যন্ত শাহরুখ, দীপিকা বা হুন্দাইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: অমিতাভের নাতি নয়, শাহরুখ কন্যার সঙ্গী এখন সালমানের ভাতিজা!
শাহরুখ খান ১৯৯৮ সাল থেকে এবং দীপিকা ২০২৩ সাল থেকে হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। অভিযোগে বলা হয়েছে, এই দুই তারকা ত্রুটিপূর্ণ পণ্যের প্রচার ও ব্র্যান্ডিং করে ভোক্তাদের প্রভাবিত করেছেন, তাই তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
এসডি/