‘স্বামীর সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ছড়িয়ে পড়লে বুঝতাম ব্যক্তিগত’


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:১৪ পিএম, ২৮শে আগস্ট ২০২৫


‘স্বামীর সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ছড়িয়ে পড়লে বুঝতাম ব্যক্তিগত’
সংগৃহীত ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন বাড়ির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। পালি হিলে স্বামী রণবীর কাপুরের সঙ্গে রাজ কাপুরের পুরনো বাড়ি নতুন করে নির্মাণ করেছেন আলিয়া। আর সেই নতুন বাড়ির দৃশ্য অনলাইনে ভাইরাল হয়ে উঠতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি।


আরও পড়ুন: সিনেমার মতো এন্ট্রি, থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা!


আলিয়া অভিযোগ করেন, পাপারাজ্জিরা তার ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশ করে ছবি তুলেছেন, যা স্পষ্টভাবে গোপনীয়তা লঙ্ঘনের শামিল। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি সকলকে অনুরোধ করেছেন যেন ওই ছবি ও ভিডিও মুছে ফেলা হয়।


বাড়িকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করায় আলিয়াকে খোঁচা দিয়েছেন বিতর্কিত অভিনেত্রী পায়ল রোহতগী।


আলিয়ার উদ্দেশে পায়েল বলেছেন, ‘বাড়ির বাইরে থেকে ছবি তোলাকে ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া বলা যায় না। স্বামী বা অন্য কোনও পুরুষের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ছড়ালে তবেই বলা যেত ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ।’ পায়েলের দাবি, বাড়ির এলাকা ক্যামেরাবন্দি হলে তা কোনওভাবেই প্রাইভেসি লঙ্ঘন নয়। 


তিনি আরও বলেন, ‘নেটিজেনরা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করেন, যেখানে আশপাশের বহু বাড়ি ধরা পড়ে। আলিয়ার নিরাপত্তারক্ষী ও সিসিটিভি লাগানোর মতো সামর্থ্য রয়েছে, সেটাই করা উচিত।’


আরও পড়ুন: বাংলোর ভিডিও ভাইরাল হওয়ায় চটেছেন আলিয়া


তবে এই মন্তব্যের করার পর উল্টো সমালোচনার মুখে পড়েছেন পায়েল রোহতগী। আলিয়ার ভক্তরা এবং সাধারণ নেটিজেনরা তাকে কটাক্ষ করে লিখেছেন, ‘মানুষ নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য কী না করছে! এই মহিলার মধ্যে প্রবল ঘৃণা জমে রয়েছে। ঘৃণা প্রকাশ করেই চর্চায় উঠতে চাইছেন তিনি।’


আবার অন্য একদল, আলিয়ার বিবৃতিকেও বেশি বাড়াবাড়ি হিসেবেই দেখছেন। 


এসডি/